জামালপুর প্রতিনিধিঃজামালপুরের মাদারগঞ্জ উপজেলায় ছুরি দিয়ে কুপিয়ে মাসুদ প্রামানিক (২৩) নামের এক যুবককে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় রুবেল প্রামানিক নামে আরেক যুবকের শ্বাসনালী কেটে দিয়ে গুরুতর আহত করেছে।
রবিবার (১৩ জুলাই) উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের কোয়ালিকান্দি এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত মাসুদ কোয়ালীকান্দি এলাকার সম্রাট প্রামানিক ওরফে সবা প্রামানিকের ছেলে ও আহত রুবেল একই এলাকার মৃত আলতাফুর প্রামানিকের ছেলে।
নিহতের স্বজনেরা জানান- নিহত মাসুদ ও আহত রুবেল সম্পর্কে চাচা-ভাতিজা। বড় ভাই বিদেশ থেক দেশে আসার খবর শুনে রুবেলের পরিবারের সবাই ঢাকা বিমান বন্দরে যায় ভাইকে নিয়ে আসার জন্য। শনিবার রাত ৮টার দিকে একি সাথে ঘুমানোর জন্য মাসুদকে রুবেল তার বাড়িতে ডেকে নেয়। পরের দিন রবিবার সকালে মাসুদের বড়ভাই মাসুদকে ডাকতে থাকলে ঘর থেকে কারও সাড়াশব্দ না পাওয়ায় দরজা ভেঙে ঘরে প্রবেশ করে দেখে মাসুদ মৃত অবস্থায় পড়ে আছে এবং রুবেলের গলার একটি অংশ ও ডান হাতের একটি অংশ কাটা অবস্থায় পড়ে আছে।
পরে রুবেলকে উপজেলা সাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য জামালপুর জেনারেল হাসপাতালে পাঠিয়ে দেন। পরে সেখান থেকে আহত রুবেলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মাসুদের মরদেহ উদ্ধার করে।
মাদারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল্লাহ সাইফ বলেন, খবর পেয়ে মাদারগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সাইদুর রহমান ও তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
তিনি আরও বলেন, মাসুদ প্রামানিক নামে একজনকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। রুবেল প্রামানিক নামে আরেকজনকে গলা কেটে আহত করেছে। ঘটনাস্থল থেকে একটি চাকু ও একটি মোবাইল ফোনসেট উদ্ধার করা হয়েছে। সুরতহাল শেষে মাসুদের মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
You cannot copy content of this page