এস, এ হুমায়ুন,চট্টগ্রাম প্রতিনিধি:বরেণ্য শিক্ষাবিদ, ঐতিহ্যবাহী নাজিরহাট কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবু ব্রজ গোপাল বৈষ্ণব আর নেই। বার্ধক্যজনিত নানা রোগে ভুগে তিনি গতকাল (শনিবার) রাতে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় পরলোকগমন করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৩ বছর।
আজ (রবিবার) বেলা ১১টায় চট্টগ্রামের হাটহাজারী উপজেলার মীর্জাপুরস্থ নিজ বাড়িতে ধর্মীয় রীতিতে তাঁর শেষকৃত্যনুষ্ঠান সম্পন্ন হয়।
শিক্ষাক্ষেত্রে অসামান্য অবদানের জন্য এলাকাবাসীর কাছে তিনি ছিলেন অত্যন্ত শ্রদ্ধেয় ও প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। বাবু ব্রজ গোপাল বৈষ্ণবের বিদেহী আত্মার শান্তি কামনা করে এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন সহকর্মী, শিক্ষার্থী,এলাকাবাসী।
You cannot copy content of this page