কুতুব উদ্দিন আহমেদ,কিশোরগঞ্জ প্রতিনিধি :কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী আফসানা বিনতে অন্বেষা বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় গোল্ডেন জিপিএ-৫.০০ অর্জন করেছেন। তার এই সাফল্য শুধুমাত্র তার পরিবার নয়, পুরো বিদ্যালয় ও এলাকার গর্বের কারণ হয়ে দাঁড়িয়েছে।
আফসানা মো. আসাদুজ্জামান ও জুয়েনা খাতুন দম্পতির কন্যা। ছোটবেলা থেকেই মেধাবী ও অধ্যবসায়ী ছাত্রী হিসেবে পরিচিত আফসানা নিয়মিত পাঠ্যচর্চা, শ্রদ্ধাশীলতা ও দায়িত্ববোধের মাধ্যমে নিজেকে গড়ে তুলেছেন। তার এই কৃতিত্বের পিছনে রয়েছে তার কঠোর পরিশ্রম, পরিবারের সমর্থন এবং শিক্ষকদের অমূল্য দিকনির্দেশনা।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার এক প্রতিক্রিয়ায় বলেন, “আফসানা বিনতে অন্বেষার এই গৌরবোজ্জ্বল সাফল্য আমাদের বিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করেছে। সে ছিল অত্যন্ত মনোযোগী ও শৃঙ্খলাপরায়ণ ছাত্রী। তার সাফল্যে আমরা আনন্দিত ও গর্বিত।”
আফসানার বাবা-মা জানান, তাদের কন্যার এই অর্জনে তারা কৃতজ্ঞতা প্রকাশ করছেন বিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষিকা, সহপাঠী এবং যারা বিভিন্নভাবে সহযোগিতা করেছেন তাদের প্রতি। তারা আরও বলেন, এই সাফল্য আফসানাকে ভবিষ্যতে আরও বড় স্বপ্ন দেখতে এবং তা অর্জনে অনুপ্রাণিত করবে।
আফসানা উচ্চশিক্ষায় প্রকৌশল ক্ষেত্রে পড়াশোনা করে দেশের উন্নয়নে অবদান রাখার ইচ্ছা প্রকাশ করেছে। তার এই স্বপ্ন পূরণে সে সকলের দোয়া ও আশীর্বাদ কামনা করেছে।
এই সাফল্য তাড়াইলের অন্যান্য শিক্ষার্থী ও তরুণদের মধ্যে শিক্ষার প্রতি নতুন উদ্দীপনা জাগিয়ে তুলেছে। আফসানার এই অর্জন তার সহপাঠীদের জন্য একটি অনুপ্রেরণার উৎস এবং এ অঞ্চলের শিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
You cannot copy content of this page