শাহারুল হক মুন্সি, গাইবান্ধা প্রতিনিধি :গাইবান্ধার গোবিন্দগঞ্জে ৬ কেজি গাঁজা সহ রিপন সরকার (৩০) নামের এক গাঁজা বহণকারীকে আটক করেছে পুলিশ। সে সাদুল্লাপুর উপজেলার গঙ্গানারায়ন পুর সরকার পাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র।
স্থানীয়রা জানান গতকাল সোমবার বেলা আড়াইটার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাসপাতাল মোড়ে বগুড়ামুখী একটি দ্রুতগামী মোটরসাইকেল কুকুরের সাথে সজোড়ে ধাক্কা লাগে। এতে ব্যাগে থাকা গাঁজা মহাসড়কের ওপর ছড়িয়ে ছিটিয়ে যায়। উপস্থিত লোকজন গাঁজা বহণকারী রিপনকে আটক করে থানা পুলিশের কাছে খবর দেয়।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলের পৌঁছে গাঁজা সহ রিপন ও পরিবহন কাজে ব্যবহৃত মোটরসাইকেলটি আটক করে থাকায় নিয়ে আসে।
গোবিন্দগঞ্জ থানার অফিসার ইনচার্জ বুলবুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটক রিপন পুলিশের কাছে স্বীকার করেছে গাঁজ গুলি সে ৩০হাজার টাকার বিনিময়ে সিরাজগঞ্জের শাহজাদপুরে পৌঁছে দেয়ার দায়িত্ব নিয়েছিল। এ ব্যাপারে মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
You cannot copy content of this page