এস, এ হুমায়ুন, চট্টগ্রাম প্রতিনিধি:খাগড়াছড়ির মানিকছড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ বিদেশি মদ জব্দ করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) রাতে উপজেলার গাড়িটানা এলাকায় অভিযান চালিয়ে এসব মদ জব্দ করা হয়।
সেনাবাহিনী সূত্রে জানা যায়, সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার গাড়িটানা,গরমছড়ি ও মইশাউরা এলাকায় অভিযান চালিয়ে ১৪২ ক্যান বিয়ার, ৩৮ বোতল হুইস্কি, ৫ বোতল ভদকা জব্দ করা হয়েছে। যার বাজারমূল্য আনুমানিক ২ লাখ ৫০ হাজার টাকা। জব্দকৃত বিদেশি মদের আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন। পাশাপাশি সংশ্লিষ্ট দায়িত্বপূর্ণ এলাকায় এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সেনাবাহিনী।
You cannot copy content of this page