মাননীয় শিক্ষা উপদেষ্টা চাকরির বয়স বেশি দিন না। এই চাকরির বয়সে দেখেছি শিক্ষামন্ত্রী জনাব নুরুল ইসলাম নাহিদ ৫০০ টাকা বাড়ি ভাড়াকে এক হাজার টাকা করে বলেছিল ৫০০% বাড়ি ভাড়া বৃদ্ধি করেছি।
এরপর দেখেছি চাপাবাজ দীপু মনি। গবেষণার কথা শুনিয়ে গেল দশটি বছর। এডভোকেটের ন্যায় বুদ্ধি খাটিয়ে বলত সরকারের সেই সক্ষমতা আছে কিনা? এই মুহূর্তে সরকার সেই সিদ্ধান্ত নিবে কিনা?
এরপর উপমন্ত্রী থেকে পূর্ণ মন্ত্রী হিসাবে আবির্ভাব ঘটল আরেক চাপাবাজ নওফেলের। প্রতিশ্রুতি দিয়ে প্রতিশ্রুতি ভঙ্গ করেছিল। আমাদের আন্দোলনের চাপে পড়ে বলেছিল এই মুহূর্তে জাতীয়করণ নয়। সরকারি বেসরকারি দের মধ্যে বৈষম্য গুলো কামানো হবে।
অপেক্ষা করলাম এক বছর। বাজেট প্রাপ্তির ছয় দিনের মাথায় বলল এই বাজেটে সম্ভব না। আগামী বাজেটে। ইতিহাসে তাদের নাম ঘৃণায় রচিত হলো। পেশায় শিক্ষক এবং জাতি ভাই হিসেবে আপনার কাছে আমাদের প্রত্যাশা অনেক।
এবার নতুন বাজেট এবং বরাদ্দ পেয়ে কি কতটুকু বৈষম্য দূরীকরণের পথ রচনা করেন তাই দেখার পালা। আপনার প্রতি শুভকামনা এবং শ্রদ্ধা রইল।
You cannot copy content of this page