মোঃ ওমর ফারুক, জেলা প্রতিনিধি, নেত্রকোনা:জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নেত্রকোনা জেলাধীন পূর্বধলা উপজেলার কাপাশিয়া দাখিল মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) সকাল ১০টায় “লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (LESE)” প্রকল্পের আওতায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
মাদ্রাসা প্রাঙ্গণে একটি ফলজ আমগাছ ও একটি সৌন্দর্যবর্ধক কৃষ্ণচূড়া গাছ রোপণের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী। তিনি বলেন, “গাছ আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। শিক্ষার্থীদের এই উপলব্ধি নিয়ে বড় হতে হবে।”
সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম বলেন, “শিশুদের মাঝে দায়িত্ববোধ গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ কার্যকর ভূমিকা রাখবে। একেকটি গাছ শুধু প্রকৃতিকে নয়, মানুষের মনকেও সবুজ করে।”
বৃক্ষরোপণে অংশ নেন সহকারী শিক্ষক মো. সোহেল রানা, তানভীর আহমেদ, জীবন নেছা ও আব্দুল কুদ্দুছ। পরে সবাই মিলে গাছগুলোর পরিচর্যার দায়িত্ব নেওয়ার অঙ্গীকার করেন।
কর্মসূচির সমন্বয়কারী ও সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন, “গাছ রোপণ শুধু পরিবেশ রক্ষার উপায় নয়, এটি একটি শিক্ষা। শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ, মমতা ও সচেতনতা গড়ে তোলাই এই আয়োজনের উদ্দেশ্য।”
বৃক্ষরোপণ শেষে শিক্ষার্থীরা গাছগুলোর যত্ন নেওয়ার প্রতিশ্রুতি দেয়। মাদ্রাসা কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতেও তারা পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখবেন।
You cannot copy content of this page