গফরগাঁও উপজেলার প্রতিনিধি:গফরগাঁও উপজেলার পাগলা থানার পাঁচবাগ ইউনিয়নের দিঘীরপাড়া গ্রামে নিখোঁজ হওয়ার ৫ দিন পর পুকুর থেকে ৫ বছরের এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। মৃত শিশুর নাম আইমান সাদাব (৫), সে সৌদি প্রবাসী আল-আমিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, গত শুক্রবার (১২ জুলাই) বিকেলে বাড়ির পাশে একটি দোকানে হালখাতা উপলক্ষে মাইক বাজছিল। মাইক শুনে আইমান দোকানের সামনে যায়। এরপর থেকেই সে নিখোঁজ ছিল।
অত্যন্ত মর্মান্তিক ও হৃদয়বিদারক এই ঘটনার প্রতি গভীর শোক ও তীব্র নিন্দা জানাচ্ছি।
(৪-৫) বছরের একটি নিষ্পাপ শিশু আইমান সাদাবকে বহুল নাটকীয়তার শেষে বাড়ি থেকে ২০০ গজের আশেপাশে পরিত্যক্ত গহীন জঙ্গলের ঝোপজারের ভিতর ছোট্ট পচা একটি পুকুর থেকে অসম্পূর্ণ ও গলিত মৃতদেহ উদ্ধার করা হয়। জানিনা নিষ্পাপ শিশুর মৃত্যুটি পূর্ব পরিকল্পিত কিনা নৃশংসভাবে হত্যা ,না নিছক একটি ঘটনা। বর্তমান এই সভ্য জগতের এই অসভ্যতা কোনোভাবেই মানবতার অন্তর্ভুক্ত নয়। এ ধরনের বর্বর, অমানবিক ও ঘৃণ্য কর্মকাণ্ড সমাজের জন্য চরম হুমকি এবং সভ্যতার জন্য কলঙ্ক।
আমরা সবাই জানি, শিশুদের জীবনে সবচেয়ে বড় অধিকার হলো নিরাপত্তা, স্নেহ ও ভালোবাসা পাওয়ার অধিকার। সেই অধিকারকে পায়ের নিচে পিষে দিয়ে যে পাষণ্ড এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাকে দ্রুততম সময়ে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আমরা সংশ্লিষ্ট প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি জোর দাবি জানাচ্ছি, অতি গুরুত্বের সঙ্গে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীকে চিহ্নিত করুন এবং তাকে ফাঁসির মতো সর্বোচ্চ শাস্তি দিন। যেন ভবিষ্যতে আর কেউ এমন জঘন্য কাজ করতে সাহস না পায়।
এই অবুঝ শিশুর আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারকে ধৈর্য ধারণের শক্তি দান করার জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করছি।
দোষীর ফাঁসি চাই, শিশুর ন্যায়বিচার চাই।
You cannot copy content of this page