মোঃ ওমর ফারুক, জেলা প্রতিনিধি, নেত্রকোনা:মাদরাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন এমপিও প্রক্রিয়াকরণ সফটওয়্যার ‘মেমিস (MEMIS)’ ব্যবহারে নতুন নির্দেশনা জারি করেছে কর্তৃপক্ষ। এখন থেকে অধিদপ্তরের লিখিত অনুমতি ছাড়া কোনো মাদরাসা শিক্ষক-কর্মচারী বা প্রতিষ্ঠান প্রধান মেমিস সেলে প্রবেশ করতে পারবেন না।
বৃহস্পতিবার (১৭ জুলাই) অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নির্দেশ অমান্যকারী শিক্ষক বা প্রতিষ্ঠান প্রধানের এমপিও স্থগিত করা হবে। একইসঙ্গে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থাও গ্রহণ করা হবে।
নির্দেশনায় আরও উল্লেখ করা হয়, ইউজার আইডি ও পাসওয়ার্ড সংক্রান্ত সেবা প্রাপ্তির প্রয়োজন হলে সংশ্লিষ্টদের অধিদপ্তরের সহকারী পরিচালক (প্রশাসন) এর সঙ্গে সরাসরি যোগাযোগ করতে হবে।
মাদরাসা ব্যবস্থাপনায় সুশৃঙ্খলতা ও নিরাপত্তা বজায় রাখতে এই পদক্ষেপ গ্রহণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।
You cannot copy content of this page