নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর মান্দায় পুকুরের পানিতে ডুবে এস এম ইমরুল কায়েস ওরফে মিনান (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার সকালে উপজেলার কশব ইউনিয়নের শিয়াটা গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত শিশু মিনান পার্শ্ববর্তী চকবালু গ্রামের দলিল লেখক এস এম আল এমরান এর প্রথম ছেলে এবং দাসপাড়া সিনিয়র মাদ্রাসার ২য় শ্রেণীর ছাত্র।
স্থানীয়রা জানান, নিহত মিনান গতকাল শুক্রবার তার মায়ের সঙ্গে নানার বাড়িতে বেড়াতে যায়। এরপর আজ শনিবার সকালে তার নানার বাড়ির পাশে জনৈক ইমান হাজী নামে এক ব্যক্তির পুকুরে গ্যাস ট্যাবলেট দিয়ে মাছ ধরার সময় অন্যান্যদের সঙ্গে সে পুকুরের পানিতে নামে। এর এক পর্যায়ে সবার অগোচরে পানির নিচে তলিয়ে যায়। পরবর্তীতে জাল দিয়ে অনেক খোঁজাখুঁজির পর তার মৃতদেহ পানির নিচে পাওয়া যায়।
জানতে চাইলে মান্দা থানার অফিসার ইনচার্জ মুনছুর রহমান বলেন, এবিষয়ে আমাকে কেউ কিছু জানায়নি।
You cannot copy content of this page