বাবেশিকফো কিশোরগঞ্জ জেলা কমিটির মেয়াদউত্তীর্ণ হওয়ায় পূর্ববর্তী কমিটি বিলুপ্ত ঘোষনা করে বাবেশিকফো কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব জনাব মাজহারুল আলম ভূঞা (০১৭১৯৮৮৯৮২৩) কে আহবায়ক ও
মোঃ আব্দুল মজিদ, সহকারী অধ্যাপক
দাউদপুর বানাইল আলিম মাদ্রাসা,তাড়াইল- কিশোরগঞ্জ (০১৭১২০৭২৭৬২) কে সদস্য সচিব করে অন্তর্বর্তীকালীন কমিটি গঠন করা হলো। উক্ত কমিটি স্বল্পতম সময়ে আহবায়ক / পূর্ণাঙ্গ কমটি কমিটি গঠন করবে। বাবেশিকফো নির্বাহী মহাসচিব জহিরুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয় এছাড়াও ১৩ আগষ্টের কর্মসূচী বাস্তবায়নে কিশোরগঞ্জের শিক্ষক-কর্মচারীদের ঐক্যবদ্ধ হওয়ার অনুরোধ জানান।
You cannot copy content of this page