২১ জুলাই ২০২৫ রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে ঘটে যাওয়া মর্মান্তিক যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে আগামী মঙ্গলবার (২২ জুলাই) সারাদেশে রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে সরকার। সোমবার (২১ জুলাই) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
রাষ্ট্রীয় শোক দিবসে দেশের সকল সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় সকল ধর্মীয় প্রতিষ্ঠান বিশেষ প্রার্থনার আয়োজন করবে বলে নির্দেশনা দেওয়া হয়েছে।
রাষ্ট্রীয় শোক পালন করা হলেও চলমান এইচএসসি পরীক্ষা পূর্বঘোষিত সূচি অনুযায়ী যথারীতি অনুষ্ঠিত হবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে জানান, “এইচএসসি পরীক্ষা স্থগিত করার কোনো সিদ্ধান্ত নেই। পরীক্ষার্থীদের নির্ধারিত সময়ে কেন্দ্রে উপস্থিত থাকতে হবে।”
রাষ্ট্রীয় শোক ঘোষণার পর অনেকেই মনে করেছিলেন, মঙ্গলবারের এইচএসসি পরীক্ষা পিছিয়ে যেতে পারে। তবে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সাফ জানিয়ে দিয়েছে, ২২ জুলাইয়ের পরীক্ষাগুলো নির্ধারিত সময় ও কেন্দ্রে অনুষ্ঠিত হবে।
২১ জুলাই দুপুরে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ চত্বরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ যুদ্ধবিমান দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনায় একজন পাইলটসহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহত হন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ। আহত হন আরও অনেকে। এই মর্মান্তিক ঘটনায় দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।
You cannot copy content of this page