মোঃ ওমর ফারুক, জেলা প্রতিনিধি, নেত্রকোনা:২১ জুলাই ২০২৫, ঢাকার মাইলস্টোন স্কুলের শিক্ষিকা মেহেরুন নেসা প্রমাণ করেছেন—শিক্ষকতা শুধু পেশা নয়, এটি আত্মত্যাগের প্রতীক। ভয়াবহ অগ্নিকাণ্ডের সময় নিজের জীবন বাজি রেখে তিনি বাঁচিয়ে দেন প্রায় ২০ জন শিক্ষার্থীকে। অথচ নিজের শরীরের ৮০ শতাংশ আগুনে দগ্ধ হয়। বর্তমানে তিনি রাজধানীর একটি হাসপাতালে আইসিইউতে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, অগ্নিকাণ্ডের সময় অনেকে আতঙ্কে ছুটছিলেন। কিন্তু মেহেরুন নেসা এক মুহূর্তের জন্যও পিছু হটেননি। তিনি একাধিকবার জীবনের ঝুঁকি নিয়ে আগুনের মধ্যে প্রবেশ করেন এবং শিক্ষার্থীদের বাইরে নিয়ে আসেন। অনেক শিক্ষার্থী বলেন, “ম্যাম না থাকলে আমরা বাঁচতাম না।”
এই ঘটনায় শিক্ষা পরিবার, সাধারণ মানুষ ও সামাজিক যোগাযোগমাধ্যমে নেমে এসেছে গভীর আবেগের ঢেউ। শিক্ষক মহলে চলছে তাঁর জন্য দোয়া ও প্রার্থনার আয়োজন।
একজন শিক্ষক শুধু পাঠদানের দায়িত্ব পালন করেন না, বরং মানবিক মূল্যবোধ, সাহসিকতা এবং সেবার আদর্শও শিক্ষার্থীদের মাঝে ছড়িয়ে দেন। মেহেরুন নেসা আজ সেই আদর্শের জীবন্ত উদাহরণ।
দেশবাসী আজ প্রার্থনা করছে—তিনি যেন আবার সুস্থ হয়ে ফিরে আসেন। কারণ এমন শিক্ষকই জাতি গঠনের মূলে থাকেন।
You cannot copy content of this page