এম. আরিফুজ্জামান, নিউজ ডেস্ক: বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. এস এম এ ফায়েজ বলেছেন, শিক্ষকদের বেতন দক্ষিণ এশিয়ার মধ্যে এ দেশে সবচেয়ে কম, প্রাথমিকে বিদ্যালয়ের শুধু ১৭ হাজার টাকা। তাই শিক্ষাখাতে বাজেট না বাড়ালে এটি জাতীয় দুর্যোগ হয়ে দাঁড়াবে।
সোমবার শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। ২০২৪ খ্রিষ্টাব্দের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি উপলক্ষে শেকৃবিতে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয় প্রশাসন এ উপলক্ষে সকাল ১০টায় এক বর্ণাঢ্য র্যালির আয়োজন করে। এছাড়াও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল লতিফ, প্রো-ভিসি অধ্যাপক ড. মো. বেলাল হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক মো. আবুল বাশার, প্রক্টর অধ্যাপক ড. মো. আরফান আলীসহ শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা।
You cannot copy content of this page