রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্ত হয়ে প্রাণ হারানো দুই শিক্ষক—মাহরীন চৌধুরী ও মাসুকা বেগম—কে রাষ্ট্রীয়ভাবে সম্মানিত করার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের নিয়মিত বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।
বৈঠক সূত্রে জানা যায়, নিহতদের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা জানাতে রাষ্ট্রীয় মর্যাদার সম্মাননা প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। সম্মাননার ধরন ও আনুষ্ঠানিকতা শিগগিরই নির্ধারণ করবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, বৈঠকের শুরুতে মাইলস্টোন দুর্ঘটনায় নিহতদের স্মরণে শোক প্রস্তাব গৃহীত হয়। তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে এক মিনিট নীরবতা পালন এবং মোনাজাত অনুষ্ঠিত হয়।
এদিকে নিহত শিক্ষক মাহরীন চৌধুরীর মরদেহ তাঁর পিত্রালয়ে, নীলফামারীতে দাফন করা হয়েছে। রাষ্ট্রপক্ষে সেখানে উপস্থিত ছিলেন জেলা প্রশাসনের প্রতিনিধি দল।
সরকারের পক্ষ থেকে জানানো হয়, নিহতদের পরিবার ও আহতদের চিকিৎসার জন্য সর্বাত্মক সহায়তা নিশ্চিত করা হবে। শিক্ষা মন্ত্রণালয় ইতিমধ্যে স্কুল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ শুরু করেছে এবং দ্রুতই প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে।
ধর্মীয় সহমর্মিতা প্রকাশের অংশ হিসেবে আগামীকাল দেশের সব ধর্মীয় উপাসনালয়ে বিশেষ দোয়া ও প্রার্থনার আয়োজন করা হবে। এ কার্যক্রম বাস্তবায়নে ধর্ম মন্ত্রণালয় প্রয়োজনীয় সমন্বয় করছে।
এই মর্মান্তিক ঘটনায় গোটা জাতি আজ শোকাহত। নিহত দুই শিক্ষকের প্রতি রাষ্ট্রের এ সম্মান একদিকে যেমন তাঁদের অবদানের স্বীকৃতি, তেমনি এক হৃদয়বিদারক ঘটনার সম্মিলিত স্মরণও।
You cannot copy content of this page