• শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৫:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

জামালপুরে দরিদ্র ৫০ প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ

খালেদ মোশারফ মিলন / ৬৮ বার দেখা
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

জামালপুর প্রতিনিধিঃশারীরিকভাবে অক্ষম ও সুবিধাবঞ্চিত মানুষদের চলাচলের স্বাধীনতা ও মর্যাদাপূর্ণ জীবনযাপন নিশ্চিত করতে জামালপুরের মেলান্দহে ৫০ জন দরিদ্র প্রতিবন্ধীর মাঝে হুইলচেয়ার বিতরণ করেছে বেসরকারি সংস্থা দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি।
মঙ্গলবার (২৩ জুলাই) দুপুরে উপজেলার উমির উদ্দিন পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএম আলমগীর।
দোস্ত এইড বাংলাদেশ সোসাইটির হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড অ্যাডমিন কহিনুর আলম চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আরিফুর রহমান।
সংস্থার প্রজেক্ট ম্যানেজার আবুল কায়েস, জনসংযোগ কর্মকর্তা মুজাহিদুল ইসলাম, কর্মকর্তা আবুল কালাম আজাদ, সাজ্জাদ হোসেন সাদ্দাম, সাজু আহমেদসহ সংশ্লিষ্টরা। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সমাজকর্মীরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, “প্রতিবন্ধীরা সমাজের অবিচ্ছেদ্য অংশ। তাদের জীবনযাত্রা সহজ করতে যে সহায়তা প্রয়োজন, দোস্ত এইড অত্যন্ত মানবিক ও সময়োপযোগীভাবে সেই দায়িত্ব পালন করছে। হুইলচেয়ারগুলো শুধু চলাচলের উপকরণ নয়, বরং তাদের জীবনে নতুন আশার আলো।”
হুইলচেয়ার পাওয়া এক উপকারভোগী বলেন, “একটি দুর্ঘটনায় পা হারিয়ে জীবন থমকে গিয়েছিল। এই হুইলচেয়ার আমার চলাফেরা সহজ করবে। মনে হচ্ছে আবার বাঁচার শক্তি ফিরে পেলাম। দোস্ত এইডকে আল্লাহ উত্তম প্রতিদান দিন।”
প্রসঙ্গত, দোস্ত এইড বাংলাদেশ সোসাইটি দেশের বিভিন্ন জেলায় স্বাস্থ্য, শিক্ষা, খাদ্য, নিরাপদ পানি, স্যানিটেশন ও জীবিকাভিত্তিক সহায়তা দিয়ে আসছে। সংস্থাটির প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান জাহাঙ্গীর আলম চৌধুরীর নেতৃত্বে মানবিক উন্নয়ন ও প্রান্তিক জনগোষ্ঠীর কল্যাণে কাজ করে যাচ্ছে সংগঠনটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page