মোঃ ওমর ফারুক, জেলা প্রতিনিধি, নেত্রকোনা:সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো নির্ধারণে নবম পে কমিশন গঠন করেছে সরকার। বৃহস্পতিবার (২৪ জুলাই) প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন গঠিত এ কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।
বিষয়টি নিশ্চিত করেছেন প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি। তিনি জানান, নবগঠিত কমিশনকে ছয় মাসের মধ্যে তাদের প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। এই প্রতিবেদন পর্যালোচনা করেই পরবর্তী পে স্কেল চূড়ান্ত করবে সরকার।
বর্তমানে দেশের প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা ও কর্মচারী ২০১৫ সালে ঘোষিত অষ্টম পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। তবে গত এক দশকে কোনো নতুন পে কমিশন গঠন না হওয়ায় এবং সাম্প্রতিক সময়ে দ্রব্যমূল্যের লাগাতার ঊর্ধ্বগতির কারণে চাকরিজীবীদের প্রকৃত আয় উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এ বাস্তবতায় সরকারি বেতন কাঠামো পুনর্মূল্যায়নের দাবি জোরালো হয়ে ওঠে।
সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের সেই প্রত্যাশার প্রেক্ষিতে নবম পে কমিশন গঠনকে একটি সময়োপযোগী ও ইতিবাচক সিদ্ধান্ত হিসেবে দেখছেন বিশ্লেষকরা। তাঁদের মতে, এই উদ্যোগ শুধু চাকরিজীবীদের আয় ও মর্যাদা বাড়াবে না, বরং সরকারি সেবা খাতে পেশাদারিত্ব ও কর্মপ্রেরণা ফিরিয়ে আনতে কার্যকর ভূমিকা রাখবে।
You cannot copy content of this page