• শনিবার, ২৬ জুলাই ২০২৫, ০৬:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

“সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য নতুন পে কমিশন গঠন: প্রধান সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান”

ছামিউল ইসলাম রিপন / ৮২ বার দেখা
আপডেট : বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন কাঠামো পুনর্নির্ধারণের লক্ষ্যে নতুন পে কমিশন গঠন করেছে অন্তর্বর্তীকালীন সরকার। কমিশনের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অর্থসচিব জাকির আহমেদ খান।

আজ বৃহস্পতিবার রাজধানীতে অনুষ্ঠিত অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদের বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সভা শেষে প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করে।

বর্তমানে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা ২০১৫ সালের ঘোষিত পে স্কেল অনুযায়ী বেতন-ভাতা পাচ্ছেন। প্রায় এক দশক পেরিয়ে গেলেও নতুন কোনো কাঠামো চালু হয়নি। ফলে মূল্যস্ফীতি, জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি এবং আর্থিক চ্যালেঞ্জ মোকাবিলায় পে কমিশনের দাবি দীর্ঘদিন ধরেই উঠে আসছিল বিভিন্ন মহল থেকে।

এর আগে গত ২২ জুন অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমদ ও অর্থসচিব খায়রুজ্জামান মজুমদার এক যৌথ সংবাদ সম্মেলনে জানান, ২০২৫-২৬ অর্থবছরের বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ন্যূনতম বিশেষ ভাতা বাড়িয়ে ১ হাজার ৫০০ টাকা এবং পেনশনভোগীদের জন্য ৭৫০ টাকা নির্ধারণ করা হয়েছে।

নতুন গঠিত পে কমিশন সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য যুগোপযোগী, বাস্তবসম্মত এবং দক্ষতা ও কর্মদক্ষতার ভিত্তিতে উৎসাহব্যঞ্জক বেতন কাঠামো প্রণয়নের কাজ করবে। কমিশনটি বিভিন্ন পর্যায়ের কর্মচারী, অর্থনীতিবিদ, প্রশাসনিক বিশ্লেষক এবং স্বার্থসংশ্লিষ্ট পক্ষের মতামত নিয়েই চূড়ান্ত প্রস্তাব তৈরি করবে।

প্রত্যাশা করা হচ্ছে, আগামী অর্থবছরের মধ্যেই কমিশনের সুপারিশ বাস্তবায়নের উদ্যোগ নেবে সরকার।

সর্বশেষ পে স্কেল: ২০১৫

* বর্তমান ন্যূনতম মূল বেতন: ৮,২৫০ টাকা

* সর্বোচ্চ মূল বেতন: ৭৮,০০০ টাকা

সম্ভাব্য নতুন কাঠামোতে ইনফ্লেশন ও বাজার মূল্যস্ফীতি বিবেচনায় নতুন স্কেল প্রস্তাব করা হবে।

বিশ্লেষকরা মনে করছেন, পে কমিশনের কার্যকর সুপারিশ শুধু সরকারি কর্মচারীদের জীবনমান উন্নয়ন নয়, বরং প্রশাসনিক দক্ষতাও বাড়াবে। তবে এজন্য বাস্তবভিত্তিক ও সময়োপযোগী সুপারিশ গ্রহণ জরুরি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page