• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০১:৪০ অপরাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

“প্রাথমিকের সব প্রধান শিক্ষক পাচ্ছেন দশম গ্রেড, সহকারী শিক্ষকরা আন্দোলনের প্রস্তুতিতে”

ছামিউল ইসলাম রিপন / ৭২ বার দেখা
আপডেট : শনিবার, ২৬ জুলাই, ২০২৫

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা বহুল কাঙ্ক্ষিত দশম গ্রেডে বেতন-ভাতা পেতে যাচ্ছেন। বিষয়টি এখন শুধুমাত্র প্রধান উপদেষ্টার দফতরের অনুমোদনের অপেক্ষায় রয়েছে। অনুমোদন মিললেই জারি হবে প্রজ্ঞাপন—এমনটাই জানিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়।

অপরদিকে, সহকারী শিক্ষকদের ১১তম গ্রেডের দাবি এখনও ঝুলে আছে নতুন গঠিত বেতন কমিশনের সুপারিশের উপর। এতে ক্ষুব্ধ হয়ে মাঠে নামতে প্রস্তুত শিক্ষক সংগঠনগুলো।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের মহাপরিচালক আবু নূর মো. শামসুজ্জামান গণমাধ্যমকে বলেন, “সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের দশম গ্রেড বাস্তবায়ন শিগগিরই হবে।”

এই দাবির পেছনে ছিল উচ্চ আদালতের রায়। ৪৫ জন প্রধান শিক্ষক আদালতে রিট করেন এবং আদালত রায়ে তাদের ১১তম থেকে দশম গ্রেডে উন্নীত করার নির্দেশনা দেন। সেই রায় অনুসারে অর্থ মন্ত্রণালয় সম্মতি জানালে, গত ৩ জুলাই ৪৫ জন রিটকারীকে দশম গ্রেড প্রদান করা হয়। বাকি শিক্ষকরা এখন সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছেন।

দাবি বাস্তবায়নে বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ করেছে। সভাপতি মো. আবুল কাসেম বলেন, “শুধু রিটকারীরা নয়, দেশের সব প্রধান শিক্ষকই দশম গ্রেড পাবেন—এটাই ন্যায্য।”

চার দফা দাবির মধ্যে রয়েছে:

1. প্রধান শিক্ষকদের জন্য ২০১৪ সালের ৯ মার্চ থেকে দশম গ্রেডে জিও জারি।

2. সহকারী শিক্ষকদের ১১তম গ্রেড প্রদান।

3. চলতি দায়িত্বপ্রাপ্ত সিনিয়র শিক্ষকদের শতভাগ পদোন্নতি।

4. ১০ ও ১৬ বছর পূর্তিতে শর্তহীন উচ্চতর গ্রেড।

সহকারী শিক্ষকরা দীর্ঘদিন ধরে ১১তম গ্রেড দাবি করে আসছেন। তবে কনসালটেশন কমিটি তাদের জন্য ১২তম গ্রেড ও ‘সহকারী প্রধান শিক্ষক’ নামে নতুন পদ সৃষ্টির প্রস্তাব দেয়। এতে ক্ষুব্ধ হয়ে শিক্ষকরা প্রস্তাব প্রত্যাখ্যান করেন এবং আন্দোলনে নামেন।

বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি (শাহিন-লিপি) এর সাধারণ সম্পাদক খায়রুন নাহার লিপি বলেন, “আমরা ১২তম গ্রেড ও সহকারী প্রধান শিক্ষক পদ উভয়কেই প্রত্যাখ্যান করছি।”

বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি ও সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদ নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে। আহ্বায়ক মোহাম্মদ শামছুদ্দীন মাসুদ বলেন, “সরকার যদি দাবি পূরণে ইতিবাচক না হয়, তাহলে ৩০ আগস্ট বিভাগীয় কর্মসূচি পালন করা হবে।”

ঐক্য পরিষদের তিন দফা দাবি:

1. সহকারী শিক্ষক পদকে এন্ট্রি পদ ধরে ১১তম গ্রেডে বেতন নির্ধারণ।

2. ১০ ও ১৬ বছর পূর্তিতে উচ্চতর গ্রেড পাওয়ার জটিলতা নিরসন।

3. প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতিসহ দ্রুত পদোন্নতির নিশ্চয়তা।

প্রধান শিক্ষকদের জন্য সুখবর হলেও সহকারী শিক্ষকরা এখনো অনিশ্চয়তার মধ্যে। মাঠের শিক্ষকরা বলছেন, ‘বিচার চাই এক রকম, বাস্তবায়ন চাই সবার।’ এখন দেখার বিষয়, সরকার শিক্ষকদের এই যৌক্তিক দাবিগুলো কত দ্রুত বাস্তবায়নে পদক্ষেপ নেয়।

আপডেট জানতে চোখ রাখুন: www.dailyamaderforum.com


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page