নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর রাণীনগরে পাওয়ার টিলার দিয়ে জমিতে হাল চাষের সময় মাটির নিচ থেকে বের হওয়া একটি কষ্টি পাথরের বিষ্ণু মূর্তি উদ্ধার করে থানা পুলিশ। বৃহস্পতিবার উপজলার কালীগ্রাম মুন্সিপুর পশ্চিম মাঠে এই মূর্তি পাওয়া যায়। খবর পেয়ে সন্ধা ৬টার দিকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) থানা পুলিশকে সাথে নিয়ে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কালীগ্রাম ডাকাহার পাড়া গ্রামের জীবন কুমার সরকারের জমিতে একজন শ্রমিক পাওয়ার টিলার দিয়ে হাল চাষ করছিলেন। এসময় মাটির নিচ থেকে প্রায় সাড়ে ২১ ইঞ্চি দীর্ঘ,সাড়ে ৯ ইঞ্চি প্রশস্ত এবং প্রায় ১৪ কেজি ওজনের একটি কষ্টি পাথরের মূর্তি ওঠে আসে। পরে বিষয়টি থানা পুলিশকে জানালে থানা পুলিশের সহায়তায় সন্ধ্যায় মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।
সত্যতা নিশ্চিত করে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান, এটি আইনি প্রক্রিয়া শেষে জেলা প্রসাশকের মাধ্যমে প্রত্নতত্ত্ব অধিদপ্তরে হস্তান্তর করা হবে।
You cannot copy content of this page