নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁর বস্তাবর সীমান্ত দিয়ে দামি কাঠ পাচারের সময় ৫ চোরাকারবারীকে আটক করেছে পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি। শনিবার ভোর রাতে জেলার পত্নীতলা উপজেলর বস্তাবর সীমান্তে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, জেলার ধামইরহাট উপজেলার শ্রী অমল চন্দ্র বর্মণ (৩৫), শ্রী লিটন বর্মণ (২৮), শ্রী নরেশ বর্মণ (৩২), মোঃ রফিকুল ইসলাম (৫৫), মোঃ হামিদুল ইসলাম (২৫)।
পত্নীতলা ১৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. ইকবাল হোসেন জানান, ভোরে বস্তাবর সীমান্তে দামি কাঠ পাচারের সময় বিজিবির একটি টহল দল শিমুলতলী ব্রিজের নিকট অভিযান পরিচালনা করে। এসময় ৬৩ সিএফটি আকাশমনি কাঠ ও ১ টি সোনালিকা ট্রাকসহ ৫ জন চোরাকারবারীকে আটক করে।
তিনি আরও বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্তে মাদক পাচার ও অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে বিজিবির সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে। আটককৃত আসামীদেরকে ধামইরহাট থানায় মামলাদায়ের পূর্বক পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে। এবং উদ্ধারকৃত কাঠ ধামইরহাট বন বিট অফিসে হস্তান্তর কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
You cannot copy content of this page