এম. আরিফুজ্জামান, নিউজ ডেস্ক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা নূরজাহান বেগম বলেছেন, ‘বিল্ডিং কোড দেওয়া আছে। কেউ কি মানে? বিমানের রুট থাকা অবস্থায় সেখানে স্কুল নির্মাণের অনুমতি কেন দেওয়া হলো। যারা অনুমতি দিয়েছে তাদেরকে ধরতে হবে। মাইলস্টোন স্কুলে দুর্ঘটনার দায়ভার প্রত্যেক নাগরিকের। এর সঙ্গে যারা জড়িত তাদের সবার উপরই বর্তায়।’
সোমবার (২৮ জুলাই) রাজধানীর শাহবাগে শহীদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে আহত জুলাই যোদ্ধাদের সেবায় নিয়োজিত স্বাস্থ্যকর্মীদের নিয়ে জুলাই স্মরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মাইলস্টোন স্কুল এন্ড কলেজের বিমান দুর্ঘটনা নিয়ে স্বাস্থ্য উপদেষ্টা বলেন, আমরা যথাযথ চিকিৎসা নিশ্চিত করার সর্বোচ্চ চেষ্টা করছি, কিন্তু যে সন্তান হারিয়ে গেছে তার কষ্ট একমাত্র তার পরিবারই বোঝে। আমাদের আহত বাচ্চাদের জন্য চিকিৎসক, নার্স, টেকনোলজিস্ট সবাই দিনরাত পরিশ্রম করে চলছেন।
তিনি আরও বলেন, আমি প্রার্থনা করি, আর কোনো বিভীষিকা যেন আমাদের জীবনকে স্পর্শ না করে। আসুন আমরা সবাই একটি সুন্দর, সহনশীল বাংলাদেশ গড়ে তুলি।
You cannot copy content of this page