শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধি: ‘রুখবো দুর্নীতি গড়বো দেশ-হবে সোনার বাংলাদেশ’ প্রতিপাদ্যকে সামনে রেখে গাইবান্ধার পলাশবাড়ীতে আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতা-২০২৫খ্রি. পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির আয়োজনে মঙ্গলবার (২৯ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে
এ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি প্রভাষক নবীউল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাজমুল আলম। বিশেষ অতিথি ছিলেন রংপুর ‘দুদক’ সমন্বিত জেলা কার্যালয়ের কোর্ট ইন্সপেক্টর মো. হোসেন আলী। অন্যান্যদের মধ্যে উপজেলা কৃষি অফিসার মোছা. ফাতেমা কাওসার মিশু, বিশ্ব সাহিত্য কেন্দ্রের সদস্য আলিউল ইসলাম বাদল, এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক আই.ম মিজানুর রহমান ও কৃষিবিদ মিজানুর রহমান খান সুজন। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধমিক শিক্ষা অফিসের যৌথ সহযোগিতায় এবং দুর্নীতি কমিশন সমন্বিত জেলা কার্যালয় রংপুরের অর্থায়নে এ আন্তঃস্কুল বিতর্ক প্রতিযোগিতায় ‘উন্নত বাংলাদেশ গঠনে দুর্নীতি’ই একমাত্র অন্তরায়’ বিষয়বস্তু নিয়ে প্রথম রাউন্ডে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় ও আমলাগাছী বিএম উচ্চ বিদ্যালয়। দ্বিতীয় রাউন্ডে পলাশবাড়ী এসএম মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় ও গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ অংশ নেয়। প্রথম রাউন্ডে পলাশবাড়ী পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় এবং দ্বিতীয় রাউন্ডে গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ বিজয়ী হয়।
পরবর্তীতে চুড়ান্ত রাউন্ডে চ্যাম্পিয়ন হন গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ। রানার্সআপ হয়েছেন
পিয়ারী পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। শ্রেষ্ঠ বক্তা গ্রীন ফিল্ড ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী স্নেহাশীষ সরকার।
সম্মানিত বিচারক মন্ডলীর দায়িত্বে ছিলেন উপজেলা একাডেমিক সুপারভাইজার মোহাম্মদ আলমগীর হুসেন, পলাশবাড়ী সরকারি কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক মো. পিপুল মিয়া ও দর্শন বিভাগের প্রভাষক মোস্তাফিজার রহমান। মডারেটর-এর দায়িত্ব পালন করেন পলাশবাড়ী মহিলা ডিগ্রী কলেজের সহকারি অধাপক মোছা. তাহমিনা বেগম।
You cannot copy content of this page