এম. আরিফুজ্জামান, পিরোজপুর জেলা প্রতিনিধি: শিক্ষার মানোন্নয়ন ও বিদ্যালয়-অভিভাবক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে পিরোজপুরের ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ ইন্দুরকানী মেহেউদ্দিন মডেল মাধ্যমিক বিদ্যালয়ে আজ( ২৯ জুলাই) মঙ্গলবার, এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের হলরুমে সকাল সাড়ে ১১টায় অনুষ্ঠিত এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা বিএনপি’র আহবায়ক অধ্যক্ষ আলমগীর হোসেন।
এসময় প্রধান অতিথি তার বক্তব্যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে শিক্ষা ব্যবস্থার ধ্বংসের কথা উল্লেখ করেন। শিক্ষার মানোন্নয়নে সকল শিক্ষার্থীদের সর্বদাই পড়ার মধ্যে থাকতে অনুরোধ করেন। তিনি বলেন, “শিক্ষার্থীরা যতদিন পড়ার মধ্যে থাকবে, ততদিন তার খারাপ হবার সম্ভাবনা থাকবে না।“
বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ হেলাল উদ্দিন গাজীর সভাপতিত্বে আয়োজিত এই সমাবেশে অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ইন্দুরকানী (জিয়ানগর) উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান, জনাব ফায়জুল কবির তালুকদার, ইন্দুরকানী সরকারি কলেজের সহকারী অধ্যাপক মো: জাকারিয়া হোসেন, বিদ্যালয় ম্যানেজিং কমিটির অভিভাবক সদস্য, খান মো: নাসির উদ্দিন প্রমুখ।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো: আরিফুজ্জামান এর সঞ্চালনায় আয়োজিত এই সমাবেশে প্রায় শতাধিক শিক্ষার্থী তাদের অভিভাবক সহ উপস্থিত ছিলেন। আলোচনায় শিক্ষার মানোন্নয়ন সংক্রান্ত বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয় এবং ভবিষ্যৎ করণীয় বিষয়ে পরামর্শ গ্রহণ করা হয়।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি সকল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।
You cannot copy content of this page