মো:আরিফুল ইসলাম,ঈদগাঁও,কক্সবাজার:ঈদগাঁও বাস-স্টেশন থেকে ৪০ লিটার মদসহ দুইজন আসামী গ্রেফতার করেছে এএসআই রিমন এর নেতৃত্বে ঈদগাঁও থানা পুলিশের একটি টিম |
গত ২৯/০৭/২৫ খ্রী. তারিখ ঈদগাহ থানা পুলিশ কৃতক বিশেষ অভিযান পরিচালনায় ৪০ লিটার চোলাই মদ ও ০২ জন আসামী ১। মো রেদুয়ান (২৩), পিতা-আব্দুল করিম, সাং-দরগাপাড়া,০৭নং ওয়াড, ০২। সাইফুল ইসলাম(২৩), পিতা মৃত রফিকুল ইসলাম, মধ্যম মাইজপাড়া, ২নং ওয়াড, থানা ঈদগাঁও, জেলা কক্সবাজারদেরকে ধৃত করা হয়। এই সংক্রান্তে ঈদগাহ থানার মামলা নং- ১৫/৭৫, তাং ২৯/০৭/২৫ইং, ধারা ২০১৮ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১)সারনী ২৪(খ),৩৮/৪১ রুজু পূবক বিজ্ঞ আদালতে প্রেরন করা হইয়াছে।
You cannot copy content of this page