🌺কবিতা:মুসলিম নাম আল্লাহ দিলেন🏵️
✍️মাওলানা মোঃ ফরিদুল ইসলাম 🌼
💐তারিখ:২৯/০৭/২০২৫
মুসলিম নামে ডাকলো প্রভু, কুরআনের সে বাণী,
আত্মসমর্পণ যার গুণ, শান্তির আলোকখানি।
সুরা হজ্জে ঘোষণা দিলেন, স্রষ্টার আপন নাম,
“মুসলিম” নামে ডাকলাম তোমায়, এইটিই তোমার ধাম।
আলে ইমরানের বাণী বলে, “মুসলিম হয়েই মরো”,
আর কোনো পরিচয়ে নয়, এটাই চূড়ান্ত ধরো।
হাদীসে বলে রাসূল আমীন, “মুসলিম সে জন হয়,
যার মুখ ও হাতের ভয়, অপর মুসলিম কষ্ট না পায়”।
বুখারীর ভাষ্যে হুকুম এল, “লা ইলাহা বললে যারা,
রক্ষা পাবে জান ও মাল, মুসলিম তারা সারা”।
‘ইসলাম’ মানে আত্মসমর্পণ, আল্লাহর কাছে পুরো,
সেই আত্মসমর্পণকারীই, “মুসলিম” নামে চিরো।
নাম নয় শুধু, কাজও চাই, শান্তির পথ চলা,
কুরআন-সুন্নাহ অনুসরণে, চিত্ত যেন জ্বলে আলো।
মুসলিম নাম মর্যাদার, আসমানে যার ডাক,
ফেরেশতাও চেনে তাকে, যে চালায় দ্বীনের নাক।
দলীল ভিত্তি কুরআন-হাদীস, মিথ্যার ঠাঁই নাই,
আল্লাহর দেয়া নাম “মুসলিম”, এতে যে শান্তি পাই।
আমরা গর্বে বলি তাই, “আমরা মুসলিম ভাই”,
আল্লাহর পথে অটল থাকি, তাতেই মুক্তি চাই।
You cannot copy content of this page