নারী চা শ্রমিকদের নিয়ে “শ্রমজয়ী চা নারী জোট”গঠন ও আত্মাপকাশ।
কুলাউড়া ও কমলগঞ্জ এলাকার ২৫টি চা বাগানে কাজ করা নারী শ্রমিকদের নিয়ে অনুষ্ঠিত হয়েছে “শ্রমজীবী চা নারী ভোট গঠন ও আত্মপ্রকাশ প্রোগ্রাম। এই কর্মসূচির মাধ্যমে মোট ২৫টি নারী কমিটি গঠন করা হয়েছে, যেখানে প্রতি কমিটিতে ২০ জন করে সদস্য আছেন। এতে প্রায় ৫০০ জন নারী শ্রমিক যুক্ত হয়েছেন। বুধবার (৩০ জুলাই) অনুষ্ঠিত কুলাউড়ায় ২৫ টি চা বাগানের ২ জন করে মোট ৫০ জনের প্রত্যক্ষভোটে শ্রমজয়ী চা নারী জোট গঠিত হয়। ভোটে মাধ্যমে সভাপতি, সহ সত সম্পাদক, কোষাধ্যক্ষসহ অন্যান্য নেতৃত্ব গঠিত হয়।
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সাবেক এমপি নবাব আলী আব্বাস খান, বিশেষ অতিথি ছিলেন কুলাউড়া উপজেলা সমাজ সেবা অফিসার প্রানেশ চন্দ্র বর্মা, মহিলা বিষয়ক অফিসার সৌমিত্র কমকার, প্রেসক্লাব কুলাউড়ার প্রেসিডেন্ট আজিজুল ইসলাম, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ময়নুল হক পবন, চা শ্রমিক নেতৃবৃন্দ, চা বাগানের ব্যবস্থাপকসহ বিভিন্ন স্থরের নেতৃবৃন্দ। অনুষ্টানে স্বাগত বক্তব্য রাখেন প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান।
প্রচেষ্টার নির্বাহী পরিচালক নবাব আলী নকী খান জানান, এ আয়োজনের মূল উদ্দেশ্য ছিল নারী চা শ্রমিকদের সংগঠিত করে তাদের মধ্যে নেতৃত্ব তৈরি করা, অধিকার সম্পর্কে সচেতনতা বাড়ানো এবং ন্যায্য দাবিদাওয়ার জন্য নিজেদের কথা বলতে শেখানো।
বিশেষ করে বাল্যবিবাহ, যৌতুক, পারিবারিক সহিংসতা, স্বাস্থ্য, শিক্ষা ও কর্মপরিবেশ উন্নয়ন সম্পর্কে সচেতন করা।
আয়োজক সংস্থা প্রচেষ্টা জানিয়েছে, ভবিষ্যতে দেশের অন্যান্য চা বাগানেও এমন উদ্যোগ নেওয়া হবে যাতে নারী শ্রমিকরা আরও সংগঠিত হয়ে নিজেদের উন্নয়নে ভূমিকা রাখতে পারেন।
You cannot copy content of this page