আজকে (৩০ জুলাই ২০২৫ খ্রি.) আল-আজম হাইস্কুল এন্ড কলেজ, বিশ্বনাথ, সিলেটে লার্নিং এক্সিলারেশন ইন সেকেন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের বাস্তবায়নে “জলবায়ু পরিবর্তন ও সচেতনতা” বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা-২০২৫ সফলভাবে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র প্রতিষ্ঠানের সুনামধন্য অধ্যক্ষ জনাব এ. কে. এম. আব্দুল আহাদ।
মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন অত্র প্রতিষ্ঠানের সিনিয়র শিক্ষক (ইংরেজি) জনাব নজরুল ইসলাম।
প্রতিযোগিতার বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন তিনজন সম্মানিত শিক্ষক:
1️⃣ জনাব মোঃ নাজিম উদ্দিন, সিনিয়র শিক্ষক (ইসলাম ধর্ম)
2️⃣ জনাবা মরিয়ম বেগম, সিনিয়র শিক্ষক (আইসিটি)
3️⃣ জনাব মোঃ শরীফ হোসেন, সহকারী শিক্ষক (ব্যবসায় শিক্ষা)
বিতর্ক বিষয়ক ব্যবস্থাপনা কমিটির মাধ্যমে প্রতিযোগিতার আয়োজন করা হয়।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন অত্র প্রতিষ্ঠানের সম্মানিত শিক্ষক মন্ডলী, আর ডেকোরেশন ও সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ইঞ্জিনিয়ার শাহীন আহমদ ও নরোত্তম নাথ প্রমুখ।
“সবুজ পৃথিবী, নির্মল বাতাস, জলবায়ু পরিবর্তন রুখতে হবে আজ”—এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত প্রতিযোগিতায় শিক্ষার্থীরা জলবায়ু পরিবর্তনের ঝুঁকি ও সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তা তুলে ধরেন।
প্রতিযোগিতায় বিজয়ী হয় বিপক্ষ দল (সানিয়া বেগম ও দলের সদস্যরা)।
আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন যে, এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মকে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
You cannot copy content of this page