জামালপুর প্রতিনিধি: জামালপুরে মোটর সাইকেলের সাথে ব্যাটারি চালিত ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে আবিদ হাসান (২৮) নামে এক পুলিশ সদস্য নিহত হয়েছে।
বুধবার (৩০ জুলাই) বিকেল ৫টার দিকে সদর উপজেলার নুরুন্দির আড়ালিয়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন নুরুন্দী পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান।
নিহত পুলিশ সদস্য আবিদ হাসান শিপন ময়মনসিংহের মুক্তাগাছা উপজেলার ইটাচক্রী এলাকার মৃত নওশের আলীর ছেলে। সে জামালপুর সদর উপজেলার নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
পুলিশ জানায়- বুধবার বিকেলে জামালপুর সদর উপজেলার নুরুন্দি তদন্ত কেন্দ্র থেকে সরকারি ডাক নিয়ে মোটরসাইকেল নিয়ে জামালপুর শহরের উদ্দেশ্যে বের হয় পুলিশ সদস্য আবিদ হাসান। এ সময় নুরুন্দির আড়ালিয়া এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা ব্যাটারি চালিত ইজিবাইকের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ আবিদ হাসানকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরে মৃত্যু হয় তার। তবে দূর্ঘটনার পর ইজিবাইক নিয়ে কৌশলে পালিয়ে যায় চালক।
নুরুন্দি পুলিশ তদন্ত কেন্দ্রর ইনচার্জ সাইদুর রহমান বলেন- সড়ক দুর্ঘটনায় আবিদ হাসান শিপন নামে একজন পুলিশ কনস্টেবল মারা গেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
You cannot copy content of this page