কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতারের উদ্যোগে এক গৌরবময় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই অনুষ্ঠানে ২০২৫ সালের দাখিল ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কুলাউড়ার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা প্রদান করা হয়।
এ আয়োজনের মাধ্যমে কাতারে প্রবাসী কুলাউড়াবাসীর সন্তানদের শিক্ষা অর্জনে উৎসাহিত করাই ছিল মূল লক্ষ্য।শিক্ষার প্রতি অনুপ্রেরণা জোগাতে এবং ভবিষ্যৎ প্রজন্মকে মেধা বিকাশে সহায়তা করতে এই ধরনের উদ্যোগকে উপস্থিত অতিথিরা সাধুবাদ জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মৌলভীবাজার ২ আসনের সাবেক সংসদ সদস্য নবাব আলী আব্বাস খান, উপজেলা নির্বাহী অফিসার, কুলাউড়া থানা অফিসার ইনচার্জ, কাতার প্রবাসী, বিশিষ্ট সমাজ সেবক, কুলাউড়াবাসী, সংগঠনের নেতৃবৃন্দ এবং অভিভাবকবৃন্দ।
বক্তারা শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফলের জন্য তাদের উদ্দীপনা জোগান।
সংবর্ধনা অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের হাতে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়।
এছাড়া শিক্ষার্থীদের সংক্ষিপ্ত বক্তব্য ও প্রতিক্রিয়াও অনুষ্ঠানে প্রাণ যোগায়।
কুলাউড়া ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন কাতার দীর্ঘদিন ধরে প্রবাসে কুলাউড়াবাসীর মধ্যে ঐক্য ও সহযোগিতার মাধ্যমে সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে।
এই আয়োজন সেই ধারাবাহিকতারই আরেকটি উজ্জ্বল নিদর্শন স্থাপন করবে।
You cannot copy content of this page