কুলাউড়ার লংলা উচ্চ বিদ্যালয়ে বিতর্ক প্রতিযোগিতা ও দেয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠান সম্পন্ন হলো ৩১ জুলাই বৃহস্পতিবার । লার্নিং এক্সিলারেশন ইন সেকেণ্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্টের আওতায় মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানসমূহে জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয়ে এ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানের ১ম পর্বে ‘রুপালি’ ও ‘ছায়া’ শিরোনামের দুটি দেয়াল পত্রিকার মোড়ক উন্মোচন করেন লংলা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মো. ধীমান মন্ডল । দেয়াল পত্রিকার সম্পাদকীয় পাঠ করেন প্রকাশনা কমিটির সম্পাদক অষ্টম শ্রেণির শিক্ষার্থী রিয়া জান্নাত।
২য় পর্বে রায়সা সঞ্চালনায় ‘জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় কেবল আন্তর্জাতিক উদ্যোগ নয় স্থানীয় উদ্যোগও আবশ্যক’ বিষয়ের উপর অনুষ্ঠিত বিতর্ক প্রতিযোগিতায় পক্ষ দলে বিদ্যালয়ের শিক্ষার্থী জয়,রিয়া জান্নাত, ফারিহা, মাহা,তাবাসসুম এবং বিপক্ষ দলে রায়সা, মুনতাহা, নিশাত, ফুয়াদ ও সায়েম অংশগ্রহণ করেন।
মডারেটরের দায়িত্বে ছিলেন সিনিয়র শিক্ষক ধীমান মন্ডল এবং বিচারকের দায়িত্ব পালন করেন আব্দুল মোমিন, মাসুদ রানা, মিজানুর রহমান, অরুণ মালাকার, তাসনিয়া ফেরদৌস ও সবিতা রানী । সময় পর্যবেক্ষকের দায়িত্বে ছিলেন দশম শ্রেণির শিক্ষার্থী মাদিহা জান্নাত।
অনুষ্ঠানের শেষ পর্বে বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী ও বিজিত উভয় দলকেই পুরস্কার প্রদান করা হয়।
সেরা বক্তার পুরস্কার পান নবম শ্রেণির শিক্ষার্থী রায়সা আক্তার ।
জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতামূলক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লংলা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক ও কর্মচারী গন যথাক্রমে আব্দুল মোমিন মাসুদ রানা, শফিকুল ইসলাম, শফিক মিয়া , সোহাগ আহমেদ, বিমল রবি, সাদিয়া প্রমুখ।
বিদ্যালয়ের বিতর্ক ও দেয়াল পত্রিকা প্রকাশ অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন শিক্ষক ধীমান মন্ডল ও মিজানুর রহমান
প্রসঙ্গত, গত ২২ জুলাই মঙ্গলবার লার্নিং এক্সিলারেশন ইন সেকেণ্ডারি এডুকেশন প্রজেক্টের আওতায় জলবায়ু কর্মসূচির অংশ হিসাবে বিদ্যালয়ে একটি ফলদ গাছ (আম) ও একটি বনজ গাছ (কদম) রোপণ করা হয়।
You cannot copy content of this page