জামালপুর প্রতিনিধি: জামালপুরে তারুণ্যের আইডিয়ায় গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে ‘আমার চোখে জুলাই বিপ্লব’ শীর্ষক প্রকল্পের আওতায় জুলাই শহিদদের স্মরণে সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়, স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জেলা পরিষদের সহায়তায় স্বেচ্ছাসেবী সংগঠন রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা কলেজ ক্যাম্পাসে ৩১ জুলাই, বৃহস্পতিবার দিনব্যাপী এই কর্মসূচির আয়োজন করে।
সকাল থেকেই সরকারি আশেক মাহমুদ কলেজ ক্যাম্পাসে পৃথক দুটি বুথে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কার্যক্রম শুরু হয়। দুপুরে কলেজ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের আহ্বায়ক, রক্তের বন্ধনের প্রধান উপদেষ্টা ও সরকারি আশেক মাহমুদ কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. হারুন অর রশিদ।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সরকার আব্দুল্লাহ আল মামুন। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামালপুরের সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আজিজুল হক, সরকারি আশেক মাহমুদ কলেজ শিক্ষক সংসদের সম্পাদক সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ও আমার চোখে জুলাই বিপ্লব শীর্ষক আইডিয়া বাস্তবায়ন প্রকল্পের সদস্য সচিব আমানুল্লাহ আল মারুফ, জামালপুর মেডিকেল কলেজের প্রভাষক ডাক্তার মো. আহসান হাবীব আদনান, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রাকিবুল হাসান রাকিব, রক্তের বন্ধনের সভাপতি হাসান আলী, রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখার সভাপতি মোখলেছুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা একজন প্রাপ্তবয়স্ক মানুষের নিয়মিত রক্তদানের উপকারিতা উল্লেখ করে বলেন, রক্তদান মানুষকে শারীরিক ও মানসিকভাবে সুস্থ রাখে। প্রতি চার মাস পরপর মানুষের রক্তের লোহিত রক্তকণিকা নষ্ট হয়ে যায় এবং শরীরে নতুন রক্ত তৈরি হয়। তাই আমরা যদি চার মাস পরপর স্বেচ্ছায় রক্তদান করি তবে সেই রক্ত একজন রোগীর প্রাণ বাঁচাতে পারে, যা একটি মহৎ কাজ। রক্তের বন্ধনের সহ-সভাপতি মোহাম্মদ আবুল কালাম আজাদ অনুষ্ঠান সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে রক্তের বন্ধন আশেক মাহমুদ কলেজ শাখা, রক্তের বন্ধন ঝাউগড়া শাখা, রক্তের বন্ধন শাহবাজপুর শাখা, রক্তের বন্ধন ইসলামপুর শাখা, যুব রেড ক্রিসেন্ট আশেক মাহমুদ কলেজ ইউনিট, রোভার স্কাউট, বিএনসিসি, ক্যারিয়ার ক্লাব, একাউন্টিং ক্লাব, কেমেস্ট্রি ক্লাব, ছাত্রদল, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, ইসলামী ছাত্র আন্দোলন, ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দসহ কলেজের বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থীরা অংশ নেন।
উল্লেখ্য, জুলাই বিপ্লবকে স্মরণীয় করে রাখতে জুলাইয়ের চেতনায় শহিদদের স্মরণে গত ২১ জুলাই থেকে বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয়ের পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে উদ্বুদ্ধকরণ কার্যক্রম শুরু করে রক্তের বন্ধন সরকারি আশেক মাহমুদ কলেজ শাখা। এ পর্যন্ত জামালপুর সদর, মেলান্দহ, মাদারগঞ্জ, সরিষাবাড়ী, ইসলামপুর উপজেলার ১৭টি শিক্ষা প্রতিষ্ঠানের পাঁচ হাজার ৬৩০ জনের রক্তের গ্রুপ নির্ণয় করা হয়েছে। কর্মসূচি বাস্তবায়নে সহযোগিতা করেছে জামালপুর জেলা পরিষদ কর্তৃপক্ষ।
You cannot copy content of this page