পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার বিভিন্ন ‘সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শহিদদের স্মরনে’জুলাই কেন্দ্রিক কবিতা আবৃত্তি, রচনা, গান ও চিত্রাংকন প্রতিযোগিতা বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়। পরিশেষে বিজয়ীদের মধ্যে পুরুষ্কার বিতরণ ও করা হয়।
নতুন প্রজন্মের আন্দোলন ন্যায়কে প্রতিষ্ঠা ও সুশাসনের জন্য,গতবছরের জুলাই মাসে শিক্ষার্থীদের বিভিন্ন দাবি নিয়ে রাজপথে আন্দোলন করতে হয়,আন্দোলনের দাবি সরকার মেনে না নিলে,দাবি আদায়ের লক্ষ্যে সর্বস্তরের শিক্ষার্থীদের আন্দোলন জোরালো হয়,আন্দোলন ঠেকাতে তৎকালীন সরকার দমন-পীড়ন চালাতে থাকে। ফলে দমন-পীড়নে শহীদ হয় উদীয়মান শিক্ষার্থীরা।শহীদ শিক্ষার্থীদের স্মরণে সারা দেশে আজ সরকারি উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।
You cannot copy content of this page