মো: তানজিম হোসাইন, বিশেষ প্রতিনিধি
জাতীয়করণ প্রত্যাশী জোটের উদ্যোগে আগামী ১৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব অভিমুখে শিক্ষক পদযাত্রা সফল করতে দেশের প্রতিটি জেলা ও উপজেলায় চলছে প্রস্তুতি সভা। এরই ধারাবাহিকতায় শিক্ষক সংগঠনগুলো বিশেষ করে মিডিয়া-সক্রিয় ও মাঠপর্যায়ে আন্দোলনে অগ্রণী সংগঠনগুলো প্রস্তুতি কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
বিগত বাজেটে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য বাড়িভাড়া, চিকিৎসা ভাতা, উৎসব ভাতা, শান্তি বিনোদন ভাতা এবং পরিবহন ভাতা ঘোষণার পর তা বাস্তবায়ন না হওয়ায় চরম হতাশা বিরাজ করছে শিক্ষক সমাজে। বাজেট ঘোষণার পরও শিক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এসব ভাতা বাস্তবায়নের কোনো নির্দেশনা না আসায় শিক্ষকদের মধ্যে ক্ষোভ বাড়ছে।
জাতীয়করণ প্রত্যাশী জোটের সভাপতি ও শিক্ষা আন্দোলনের পরিচিত মুখ দেলোয়ার হোসেন আজিজি স্যার সদিচ্ছা সত্ত্বেও শিক্ষা মন্ত্রণালয় এবং অর্থ মন্ত্রণালয়ের জটিলতা কাটিয়ে শিক্ষকদের দাবিগুলো বাস্তবায়নের পথে সুনির্দিষ্ট অগ্রগতি হচ্ছে না বলে জানিয়েছেন।
অপরদিকে, অর্থ মন্ত্রণালয়ের পক্ষ থেকে ভাতা বৃদ্ধির বিষয়ে কোনো প্রজ্ঞাপন না আসায় সাবেক শিক্ষা উপদেষ্টা মহোদয়ের ঘোষণাও ঝুলে গেছে বলে মনে করছেন শিক্ষক নেতারা।
প্রতিটি জেলার শিক্ষক নেতৃবৃন্দ আগামী ১০ আগস্টের মধ্যে দাবি বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ জানিয়ে প্রস্তুতি সভা ও প্রচার কার্যক্রম চালিয়ে যাচ্ছেন।
১৩ আগস্টের পদযাত্রাকে কেন্দ্র করে শিক্ষক মহলে আবারও প্রাণচাঞ্চল্য ফিরেছে।
You cannot copy content of this page