জলবায়ু পরিবর্তন ও পরিবেশ রক্ষার গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কিশোরগঞ্জ জেলার তাড়াইল উপজেলার হাজী গোলাম হোসেন বালিকা উচ্চ বিদ্যালয়ে আজ ৩১ জুলাই বৃহস্পতিবার সকাল ১১ ঘটিকায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের লার্নিং এক্সিলারেশন ইন সেকন্ডারি এডুকেশন (লেইস) প্রজেক্ট এর উদ্যোগে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আয়োজনে ছিল “জলবায়ু সচেতনতা” বিষয়ক উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং দেয়ালিকা প্রকাশনা অনুষ্ঠান।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কুতুব উদ্দিন আহমেদের পরিচালনায় আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম খন্দকার। উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, “জলবায়ু পরিবর্তন এখন আর ভবিষ্যতের বিষয় নয়, এটি বর্তমানের বাস্তবতা। শিক্ষার্থীদের এই বিষয়ে সচেতন করতেই আমাদের এই আয়োজন।” তিনি আরও বলেন, “তরুণরাই ভবিষ্যতের পথপ্রদর্শক। তাদের পরিবেশবান্ধব মানসিকতা গঠনে শিক্ষাপ্রতিষ্ঠানকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।”
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন সহকারী প্রধান শিক্ষক মো. মনজুরুল হক। তিনি শিক্ষার্থীদের পরিবেশবিষয়ক জ্ঞানের প্রশংসা করে বলেন, “জলবায়ু পরিবর্তন রোধে ছাত্রছাত্রীদের চিন্তা-চেতনার বিকাশ আশাব্যঞ্জক।”
বক্তৃতা প্রতিযোগিতায় বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। তারা জলবায়ু পরিবর্তনের কারণ, বৈশ্বিক উষ্ণতা, গ্রিনহাউস গ্যাস, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি বিষয় নিয়ে যুক্তিনির্ভর ও অনুপ্রেরণাদায়ী বক্তব্য উপস্থাপন করে। শিক্ষার্থীদের বিশ্লেষণধর্মী উপস্থাপনা দর্শকদের প্রশংসা কুড়ায়।
এছাড়াও “সবুজ পৃথিবীর ডাক” শিরোনামে একটি দেয়ালিকা প্রকাশ করা হয়। এতে শিক্ষার্থীদের লেখা প্রবন্ধ, সচেতনতামূলক কবিতা, পরিবেশ-সংক্রান্ত চিত্রাঙ্কন, স্লোগান, তথ্যচিত্র এবং কুইজ উপস্থাপিত হয়। দেয়ালিকাটি শিক্ষার্থীদের সৃজনশীলতা ও পরিবেশ-সচেতনতা প্রকাশে একটি অনন্য উদাহরণ হয়ে ওঠে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের অন্যান্য শিক্ষকবৃন্দ, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।
অনুষ্ঠানের আয়োজকরা মনে করেন, এ ধরনের কার্যক্রম শিক্ষার্থীদের মধ্যে পরিবেশবান্ধব জীবনযাত্রা গঠনে উদ্বুদ্ধ করবে এবং জলবায়ু পরিবর্তন রোধে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে সহায়ক হবে।
You cannot copy content of this page