“বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ” এমন নেতৃত্ব চাই যারা কেউ দলের নয়, দাবির সৈনিক!
বছরের পর বছর কেবল শুনে এসেছি প্রতিশ্রুতি—
“হবে হবে”, “দেয়া হবে”, “ভেবে দেখা হবে”।
আসলে কী হয়েছে?
একটি অরাজনৈতিক, শক্তিশালী শিক্ষক সংগঠনের অভাবেই
আমাদের কণ্ঠ রুদ্ধ করা হয়েছে বারবার।
রাজনীতির নামে কিছু নেতা সংগঠনকে বানিয়েছেন পারিবারিক সম্পত্তি,
কেউ সুবিধা নিয়েছেন, কেউ দিয়েছেন… শক্তি ঢেলেছেন।
আর শিক্ষকেরা?
দাঁড়িয়ে থেকেছেন লাইনে, হাতে প্ল্যাকার্ড, মুখে চেপে ধরা দীর্ঘশ্বাস।
আমরা বদলাতে চাই দৃশ্যপট।
আমরা চাই—নেতৃত্ব হোক শিক্ষকতার হাত ধরে,
না যে দলের, না যে দালালের!
আমরা গড়ছি এমন এক শিক্ষক সমাজ,
যেখানে কেউ পুনর্বাসিত হবে না অন্যের ঘাড়ে ভর করে,
বরং সবাই এগিয়ে যাবে কাঁধে কাঁধ মিলিয়ে।
এই স্বপ্ন নতুন নয়,
কিন্তু এবার বাস্তব হবেই— ইনশা-আল্লাহ!
দেখা হোক সবার সাথে ১৩ই আগষ্টে, আওয়াজ উঠান নিজের জন্য, শিক্ষার জন্য!
তানজিম হোসাইন,
বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ
You cannot copy content of this page