শাহারুল হক মুন্সি,গাইবান্ধা প্রতিনিধি-গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ১০ কেজি গাঁজাসহ ২ মাদক কারবারীকে আটক করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে উপজেলার বরিশাল ইউনিয়নের জুনদহ বাজারের দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে সিএনজিতে করে পরিবহনের সময় ১০ কেজি গাঁজাসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন গাইবান্ধা শহরের গোডাউন রোডের কাঠপট্টি এলাকার মৃত কার্তিক বাঁসফোরের ছেলে বিকাশ বাঁসফোর (২০) এবং একই এলাকার হায়দার মিয়ার ছেলে মো. আকাশ (২০)।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অধিদপ্তরের পরিদর্শক মো. মোস্তফা জামান-এর নেতৃত্বে অন্যান্য সদস্যরা দুবলাগাড়ী এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কে অবস্থান নেয়। এসময় গোবিন্দগঞ্জগামী একটি সিএনজি থামানো হয়। পরে তল্লাসী চালিয়ে ওই দুই যাত্রীর পায়ের নিচে রাখা একটি পাটের বস্তা থেকে ১০ কেজি গাঁজা জব্দ করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর গাইবান্ধা কার্যালয়ের উপ-পরিচালক শাহ্ নেওয়াজ বলেন, ওই ২ মাদক কারবারীর বিরুদ্ধে পলাশবাড়ী থানায় একটি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে।
You cannot copy content of this page