মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা উদ্ধার, অপরাধীদের গ্রেফতার সহ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ এর সাথে ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দের বৈঠক।
কুলাউড়া বাজারের মজুমদার ফ্যাশনের স্বত্বাধিকারী,মিজানুর রহমান মজুমদার এর ছিনতাইকৃত টাকা উদ্ধার, অপরাধীদের দ্রুত গ্রেফতার সহ কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ এর সাথে বৈঠক করেছেন কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দ।
৩০ শে জুলাই বুধবার রাতে কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে একটি প্রতিনিধি দল এই বৈঠকে অংশ নেন।
ব্যবসায়ী নেতৃবৃন্দ মজুমদার ফ্যাশনের ছিনতাইকৃত টাকা উদ্ধার ও অপরাধীদের দ্রুত গ্রেফতার এর দাবি জানান এবং কুলাউড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কিছু পরামর্শ দেন।
কুলাউড়া থানার নবাগত অফিসার ইনচার্জ নেতৃবৃন্দের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন এবং অতিদ্রুত ছিনতাইকৃত টাকা উদ্ধার ও অপরাধীদের গ্রেফতার এর বিষয়ে সু সংবাদ দেয়ার আশ্বাস দেন।
বৈঠকে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির বিভিন্ন ওয়ার্ডের ওয়ার্ড সম্পাদক, ওয়ার্ড সদস্য সহ কার্যকরী কমিটির সিনিয়র নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page