শাহারুল হক মুন্সি, গাইবান্ধা প্রতিনিধি-গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার দরবস্ত ইউনিয়নের সাবগাছি হাতিয়াদহ থেকে দুই হ্যাকার কে আটক করেছে যৌথ বাহিনী।
গতরাতে সেনাবাহিনীর গাইবান্ধা ক্যাম্পের একটি দল অভিযান চালিয়ে সাবগছি হাতিয়াদহ গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে সিরাজুল ইসলাম (৩৫) ও আব্দুর রশিদের ছেলে মুন্না (২০) কে আটক করে।
এসময় তাদের কাছে হ্যাকিং প্রতারনার কাজে ব্যবহৃত ৭টি মোবাইল ফোন, ১টি ল্যাপটপ, ৫টি সীম কার্ড ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।
গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
You cannot copy content of this page