কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন ও কাউন্সিলে ভোটের মাধ্যমে নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ এবং সাধারণ সম্পাদক পদে জয়ী হয়েছেন অ্যাডভোকেট আহমদ উর রহমান খান মুরাদ। এছাড়া, সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন রাসেল আহমদ।
আজ শনিবার (২ আগস্ট) কুলাউড়ার পৃথিমপাশায় আলী আমজদ উচ্চ বিদ্যালয় ও কলেজ মাঠে এই সম্মেলন সফলভাবে সম্পন্ন হয়। ইউনিয়ন বিএনপির মোট ৪৫৯ জন কাউন্সিলরের মধ্যে ৪৫৬ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোটের ফলাফলে বিজয়ীদের নাম
# সভাপতি: এই পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২০৫ ভোট পেয়ে বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী নবাব আলী তাকি খান পান ১৭০ ভোট।
# সাধারণ সম্পাদক: দুই প্রার্থীর মধ্যে ২৫৮ ভোট পেয়ে অ্যাডভোকেট আহমদ উর রহমান খান মুরাদ জয়লাভ করেন। তার প্রতিদ্বন্দ্বী আজমল হোসেন চৌধুরী বাতেন পান ১৯০ ভোট।
# সাংগঠনিক সম্পাদক: এই পদে চারজন প্রার্থীর মধ্যে ১৬৯ ভোট পেয়ে রাসেল আহমদ বিজয়ী হন।
বিকাল ৩টা থেকে ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলে এবং সন্ধ্যা ৬টায় কুলাউড়া উপজেলা বিএনপির আহ্বায়ক রেদওয়ান খান আনুষ্ঠানিকভাবে ফলাফল ঘোষণা করেন।
উদ্বোধন ও আলোচনা সভা
এর আগে দুপুরে সম্মেলনের উদ্বোধন করা হয়। এরপর পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির নেতা আহসানুল করিম চৌধুরী সোহেলের সভাপতিত্বে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মৌলভীবাজার জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট ফয়জুল করিম ময়ুন।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব আব্দুর রহিম রিপন। এছাড়া বিশেষ অতিথির বক্তব্যে জেলা ও উপজেলা বিএনপির সাবেক ও বর্তমান নেতারা অংশ নেন। তাদের মধ্যে ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ভিপি মিজানুর রহমান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবেদ রাজা, কুলাউড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি শওকতুল ইসলাম শকু প্রমুখ।
সম্মেলনকে কেন্দ্র করে দলীয় নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এই সম্মেলনের মধ্য দিয়ে নতুন নেতৃত্বের হাতে পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির দায়িত্বভার তুলে দেওয়া হলো।
You cannot copy content of this page