বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)-এর ১৭ সদস্যবিশিষ্ট কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি গঠিত হয়েছে। দেশের সব বিভাগ থেকে প্রতিনিধিত্ব নিশ্চিত করে গঠিত এ কমিটির আহ্বায়ক মনোনীত হয়েছেন চট্টগ্রামের শিক্ষক মোঃ তানজিম হোসাইন।
তানজিম হোসাইন শিক্ষক আন্দোলনের তরুণ, স্বচ্ছ ও সাহসী কণ্ঠ হিসেবে পরিচিত। তিনি সংগঠনের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও অরাজনৈতিক অবস্থান বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এক মুখ।
কমিটির সদস্য সচিব হয়েছেন শামসুল ইসলাম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো: শহীদুল্লা এবং মুখ্য সংগঠক হিসেবে আছেন সিলেট বিভাগের আবদুল হাই। অন্যান্য বিভাগ থেকেও অভিজ্ঞ ও নিবেদিত শিক্ষক নেতাদের যুক্ত করা হয়েছে। চট্টগ্রাম বিভাগ থেকে কমিটির যুগ্ন সদস্য সচিব হিসেবে আছেন ফেনি জেলার শিক্ষক মোহাম্মদ আরিফুর রহমান এবং সংগঠক হিসেবে আছেন কক্সবাজার জেলার শিক্ষক আনিসুজ্জামান।
তানজিম হোসাইন বলেন,
“আমি বিশ্বাস করি, এই দায়িত্ব কোনো পদ বা পরিচয়ের জন্য নয়—এটি হাজারো বঞ্চিত এমপিওভুক্ত শিক্ষকের দীর্ঘদিনের কষ্ট আর ন্যায্য দাবির পক্ষ হয়ে দাঁড়ানোর শপথ। BUTC শুধু একটি সংগঠন নয়, এটি একটি দায়বদ্ধতা—বৈষম্যহীন, মর্যাদাসম্পন্ন একটি শিক্ষাব্যবস্থার জন্য শিক্ষক সমাজের সম্মিলিত প্রতিজ্ঞা।”
BUTC একটি অরাজনৈতিক সংগঠন, যার লক্ষ্য—এমপিওভুক্ত শিক্ষকদের ন্যায্য অধিকার আদায় এবং শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ নিশ্চিত করা।
You cannot copy content of this page