১৩ ই আগস্ট প্রেসক্লাবে
শিক্ষক মিলনমেলা,
পদযাত্রা, মহাসমাবেশ
সকাল সন্ধ্যাবেলা।
সব শিক্ষক আসবে সেদিন
জোড়ায় দলে দলে,
নিজ অধিকার আদায় করবে
সবাই স্বদলবলে।
আগস্টের প্রথমেই প্রজ্ঞাপন দিন
প্রতিশ্রুত সকল ভাতার,
পূর্ণ করুন বহু আকাঙ্ক্ষিত
অপূর্ণ প্রত্যাশার।
শিক্ষকের ভাগ্যের উন্নয়ন ঘটলে
বাড়বে শিক্ষার গতি,
শিক্ষক সমাজ কৃতজ্ঞ থাকবে
এনট্রিম গভর্নমেন্টের প্রতি।
সাবরিনা সিদ্দিকা,
প্রভাষক ইংরেজি
You cannot copy content of this page