• সোমবার, ০৪ অগাস্ট ২০২৫, ০৪:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
চট্টগ্রামে নির্মাণাধীন ভবন থেকে পড়ে নিহত ৩। হাটহাজারীতে স্লুইসগেটের পুনঃনির্মাণ কাজ বন্ধ করে দেয়ায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত। থানা থেকে প্রশ্নপত্র ফাঁসে জড়িতদের শাস্তির দাবিতে ধামইরহাটে ছাত্র-জনতার মানববন্ধন মানিকগঞ্জে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ : নিহত ১, আহত ৫ নওগাঁয় অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার ৮ ধাপে আবেদন ফরম পূরণ ৬ষ্ঠ গণবিজ্ঞপ্তির “সর্বজনীন পেনশন নয়, সরকারি পেনশনই চাই” — আন্দোলনে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা। ভালুকায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিমের আওতায় আনার সিদ্ধান্ত বাতিলের দাবি বাকবিশিস’ ৪৪তম বিসিএস মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশ

সেবার মানোন্নয়ন না করে অযৌক্তিক ভাবে কর বৃদ্ধির প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন 

মো : অহিদুল ইসলাম / ১৯ বার দেখা
আপডেট : রবিবার, ৩ আগস্ট, ২০২৫

বিশেষ প্রতিনিধিঃ নওগাঁ প্রথম শ্রেনির একটি পৌরসভা। তারপর দীর্ঘদিন থেকে নাগরিক সেবা বঞ্চিত হয়ে আসছে পৌরবাসী। নাগরিক সেবার মানোন্নয়ন না করে অযৌক্তিক ভাবে কর বৃদ্ধি করা হয়েছে। এর প্রতিবাদে রোববার বেলা ১১ টায় নওগাঁ শহরের মুক্তির মোড় পৌর ভবনের সামনে নাগরিক অধিকার আন্দোলনের ব্যানারে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করা হয়েছে।

গত ১৯৮৯ সালে নওগাঁ পৌরসভা প্রথম শ্রেনিতে উন্নীত হয়। ৯টি ওয়ার্ড নিয়ে গঠিত পৌরসভা। কিন্তু প্রথম শ্রেনীর পৌরসভা হওয়ার পরও এর বাসীন্দারা নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় সামান্য বৃষ্টিতে জলাবদ্ধতা, খানাখন্দ ও ভাঙা রাস্তায় চলাচলে জনদূর্ভোগ, সুপেয় পানির ব্যবস্থা না থাকা এবং সন্ধ্যার পর আলো (লাইটিং) ব্যবস্থা না থাকায় পৌরবাসীকে দীর্ঘদিন থেকে দূর্ভোগে  পোহাতে হচ্ছে। নাগরিক সেবা বঞ্চিত হওয়ার পরও উল্টো পৌরবাসীর ওপর করের বোঝা চাপানো হচ্ছে।

পৌর বিধি মোতাবেক ৫ বছর পর পর পৌরকর বৃদ্ধি করা হয়। গত ৮ জুলাই পৌরকর বৃদ্ধির বিষয়ে গণমাধ্যমকর্মীদের নিয়ে পৌর প্রশাসক সংবাদ সম্মেলন করেন। যেখানে পানির বিল ২০০ টাকা থেকে ৩০০ টাকা ও  অন্যান্য কর ৪০ শতাংশ বৃদ্ধির প্রস্তাব করা হয়। সেখানে গণমাধ্যমকর্মীরা পৌরকর বৃদ্ধি না করতে দ্বিমত পোষণ করে। তবে বকেয়া পৌরকর আদায়ের ব্যাপারে গণমাধ্যমকর্মীরা তাগিদ দিয়েছেন। পৌরসভার উন্নয়ন সবাই চাই। সেবার মান বৃদ্ধি না করে পৌরকর বৃদ্ধি অযৌক্তিক। পৌরবাসীকে করের বোঝা চাপিয়ে দিয়ে উন্নয়ন সম্ভব না।

শিক্ষক জাহিদ রাব্বানি বলেন, গরীবরা টাকা দিতে পারে না আবার কথাও বলতে পারে না। তাদের ওপর করের বোঝা চাপানো হচ্ছে। এটা এক ধরনের বৈষম্য। কর পরিশোধে পৌর বাসীকে চিঠি দেয়া হচ্ছে। আবার অতিরিক্ত কর যাচাই-বাছাইয়ে ৫০ টাকা খরচ করে আবেদন করতে বলা হচ্ছে। এটা কি ধরণের যৌক্তিকতা।এক বছর আগেও বাসাবাড়ির কর দিয়েছি ৯০০ টাকা। এখন পৌরসভা থেকে নির্ধারিত কর ৯ হাজার টাকা পরিশোধ করতে চিঠি দেয়া হয়েছে। এছাড়া পানির সুবিধার্থে বাসায় সাবমারসিবল পাম্প বসিয়েছি। সেটারও দেড় হাজার টাকা কর দিতে হবে। অথচ বাড়েনি কোন নাগরিক সুবিধা। রাস্তাঘাটের বেহাল দশা। 

নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এস.এম আজাদ হোসেন মুরাদ বলেন- আগে বকেয়া কর আদায় করাসহ পৌরবাসীর জীবন মানোন্নয়ন করা হয়। পৌরসেবার উন্নয়ন আমরা সবাই চাই। নাগরিক সেবা বঞ্চিত হওয়ার পরও উল্টো পৌরবাসীর ওপর করের বোঝা চাপানো হচ্ছে। সেবার মান বৃদ্ধি না করে পৌরকর বৃদ্ধি অযৌক্তিক। পৌরবাসীকে করের বোঝা চাপিয়ে দিয়ে উন্নয়ন সম্ভব না। বর্ধিত কর প্রত্যাহার করে পূর্বের নিয়মে কর আদায় করা হোক। অন্যথায় আগামীতে বৃহত্তর কঠোর কর্মসূচী পালন করা হবে।

নওগাঁ পৌরসভার প্রশাসক টি.এম.এ. মমিন বলেন, অযৌক্তিক কর নির্ধারণ কথাটি ঠিক না। এটা অতিরিক্ত হতে পারে। আর এটা সরকারের সিদ্ধান্ত। তবে আমাদের কর নির্ধারণ মূল্যায়ন কমিটি আছে, সেখানে আবেদন করলে তারা পুনবিবেচনা করতে পারে।

উক্ত মানববন্ধনে নাগরিক অধিকার আন্দোলনের আহ্বায়ক এস.এম আজাদ হোসেন মুরাদের সভাপতিত্বে শিক্ষক জাহিদ রব্বানি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) সমন্বয়ক জয়নাল আবেদিন মুকুল, সমাজসেবক বিন আলী পিন্টু, ৭ নং ওয়ার্ডের বাসীন্দা আব্দুল বাশির, রাশেদুজ্জামান, আকতারুনসহ অন্যরা বক্তব্য রাখেন। এসময় পৌরবাসীন্দাসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ

You cannot copy content of this page