দীর্ঘদিন ধরে আমাদের ঘামঝরা পরিশ্রম, ত্যাগ আর নিষ্ঠা অবমূল্যায়িত থেকে গেছে। কেবল আশ্বাস আর প্রতিশ্রুতিতে জীবন চলে না—চলে না পরিবারের ভবিষ্যৎও।
📅 ১৩ আগস্ট—এটা শুধু একটি তারিখ নয়,
✊ এটা আমাদের অধিকারের জন্য গর্জে ওঠার দিন।
আমাদের দাবি পরিষ্কার এবং যুক্তিসঙ্গত—
সরকারি নিয়মে বাড়িভাড়া ও চিকিৎসা ভাতা চাই।
অবসর ও গ্র্যাচুইটি সুবিধা নিশ্চিত করো।
সর্বোপরি, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ চাই এখনই!
আমরা শিক্ষক—ভিক্ষুক নই। ভাতা নয়, অধিকার চাই!
আমরা শিক্ষক, জাতি গড়ি। কিন্তু নিজেরাই থেকে যাই বঞ্চিত!
ঘরে বসে থাকলে আরেকটা দশক চলে যাবে আশার প্রহর গুনতে।
প্রিয় সহযোদ্ধারা, আসুন—ভয় নয়, ভাঙি নীরবতা। গড়ে তুলি একতা।
আমাদের নীরবতা কাল হবে, আমাদের একতা জয় হবে!
১৩ আগস্ট, আমরা রাস্তায় নামব দাবির পক্ষে, ন্যায়ের পক্ষে, নিজের মর্যাদার পক্ষে।
কারণ—যারা জাতি গড়ে, তারাই কেন জাতির কাছে বারবার প্রমাণ চায়?
🖋️আহ্বায়ক
বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ (BUTC)
— শিক্ষায় বৈষম্য দূরীকরণ, শিক্ষা ব্যবস্থার জাতীয়করণে প্রতিশ্রুতিবদ্ধ
You cannot copy content of this page