নেত্রকোনা, ৪ আগস্ট ২০২৫:
নেত্রকোনার পূর্বধলা উপজেলার ঐতিহ্যবাহী কাপাশিয়া দাখিল মাদ্রাসায় ২০২৫ সালের অর্ধবার্ষিক পরীক্ষার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়েছে। সোমবার বিকেলে মাদ্রাসা প্রাঙ্গণে আয়োজিত এক আনন্দঘন অনুষ্ঠানে শ্রেণিভিত্তিক প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার ও সার্টিফিকেট তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার সুপার হাফেজ মাওলানা দৌলত আলী। তিনি বলেন,
“এই সাফল্য শুধু শিক্ষার্থীদের পরিশ্রম নয়, বরং শিক্ষক, অভিভাবক এবং প্রতিষ্ঠানসংশ্লিষ্ট সকলের সম্মিলিত প্রচেষ্টার ফল। কাপাশিয়া দাখিল মাদ্রাসা শিক্ষার গুণগত মান ধরে রাখতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।”
সহ-সুপার মাওলানা আমিরুল ইসলাম বলেন,
“শুধু পাঠ্যভিত্তিক শিক্ষা নয়, আজকের শিক্ষার্থীদের মধ্যে নৈতিকতা, মানবিকতা ও নেতৃত্বের গুণাবলি গড়ে তুলতে হবে। আমাদের শিক্ষা কার্যক্রম সেই উদ্দেশ্যেই পরিচালিত হচ্ছে।”
সহকারী শিক্ষক মোঃ ওমর ফারুক বলেন,
“সঠিক, নিরপেক্ষ ও সময়োপযোগী ফলাফল প্রণয়নে আমরা একসঙ্গে আন্তরিকতার সঙ্গে কাজ করেছি। প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ প্রদানে সহকর্মী শিক্ষকবৃন্দ সার্বিক সহযোগিতা করেছেন। সবাই মিলে শিক্ষার্থীদের মেধা ও পরিশ্রমের যথাযথ মূল্যায়ন নিশ্চিত করার চেষ্টা করেছি। ফলাফল প্রকাশের মাধ্যমে তাদের মাঝে উৎসাহ ও আত্মবিশ্বাস আরও বাড়বে বলে আমরা আশা করি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন শিক্ষক আব্দুস ছালাম, তানভীর আহমেদ, শেখ ফরিদ, সোহেল রানা, মাহমুদুল হাসান, সোহরাব হোসাইন, আরমান রহমান, জোহরা বেগম ও সাউদা আক্তার। তাঁরা মেধাবী শিক্ষার্থীদের শুভেচ্ছা জানিয়ে ভবিষ্যতের জন্য উৎসাহব্যঞ্জক পরামর্শ দেন।
উল্লেখ্য, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত কাপাশিয়া দাখিল মাদ্রাসা ধর্মীয় ও আধুনিক শিক্ষার সমন্বয়ে শিক্ষার্থীদের মানসম্পন্ন শিক্ষা প্রদান করে আসছে। একাডেমিক উৎকর্ষ, নৈতিক চর্চা ও সহশিক্ষা কার্যক্রমে প্রতিষ্ঠানটির অগ্রগতি ধারাবাহিকভাবে প্রশংসিত হয়ে আসছে।
You cannot copy content of this page