বিশেষ প্রতিনিধি, ডেইলি আমাদের ফোরাম : বেসরকারি এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণের দাবিতে ফের রাজপথে নামছেন শিক্ষকরা। আগামী ১৩ আগস্ট (মঙ্গলবার) ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ এবং সচিবালয় অভিমুখে পদযাত্রা অনুষ্ঠিত হবে বলে ঘোষণা দিয়েছেন “এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট”।
জোটের আহ্বায়ক অধ্যক্ষ মো. মঈন উদ্দীন ও সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজী স্বাক্ষরিত এক যৌথ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির ঘোষণা দেওয়া হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়,
২০১৮ সালে জাতীয় প্রেস ক্লাবের সামনে টানা ২০ দিন অবস্থান ও অনশন কর্মসূচির মাধ্যমে শিক্ষকদের বার্ষিক ৫% প্রবৃদ্ধি ও ২০% বৈশাখী ভাতা আদায় সম্ভব হয়েছিল। সেসময় সরকারের পক্ষ থেকে শিক্ষাকে জাতীয়করণের প্রতিশ্রুতি দেওয়া হলেও আজ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।
এছাড়া, বর্তমান (২০২৫-২৬) অর্থবছরের শুরু হলেও পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী শতভাগ উৎসব ভাতা, বাড়িভাড়া, চিকিৎসা ভাতা ও শ্রান্তি বিনোদন ভাতা এখনো প্রজ্ঞাপন আকারে জারি হয়নি। অথচ সরকারের অন্তর্বর্তী পর্বে শিক্ষাবিষয়ক উপদেষ্টা এসব সুবিধা কার্যকর করার ঘোষণা দিয়েছিলেন।
এ পরিস্থিতিকে “চরম অবহেলা ও প্রতারণা” হিসেবে আখ্যা দিয়ে জোটের নেতৃবৃন্দ বলেন,
“সরকারি সুযোগ-সুবিধা ও ন্যায্য দাবিতে বছরের পর বছর আন্দোলন করতে হচ্ছে, যা দেশের শিক্ষাব্যবস্থার জন্য লজ্জাজনক।”
জোটের পক্ষ থেকে জানানো হয়, আগামী ১০ আগস্টের মধ্যে প্রতিশ্রুত সুবিধাসমূহ বাস্তবায়নে সরকারি প্রজ্ঞাপন জারি না হলে ১৩ আগস্ট থেকে দেশব্যাপী ধারাবাহিক কর্মসূচি শুরু হবে।
তাঁরা দেশের সকল এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান, জেলা ও উপজেলা শিক্ষক নেতৃবৃন্দের প্রতি ঐক্যবদ্ধভাবে কর্মসূচি সফল করার আহ্বান জানিয়েছেন।
You cannot copy content of this page