বিশেষ প্রতিনিধিঃ নওগাঁর সাপাহারে বিষধর সাপের দংশনে সায়াদ (১২) নামে এক মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। সোমবার পূর্বরাত সাড়ে ১২টার দিকে উপজেলার পিছলডাঙ্গা মদিনাতুল উলুম শিশু সদন কাওমী মাদরাসার শয়ন ঘরে এ ঘটনাটি ঘটে।
মৃত সায়াদ চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার ইসলামপুর এলাকার সারাফত আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশু শিক্ষার্থী সায়াদ ওই রাতে লেখা পড়া শেষে সহপাঠিদের সাথে মাদরাসা ঘরের মেঝেতে শুয়ে ঘুমিয়ে পড়ে। গভীর রাতে মাটির মেঝের ওই ঘরে বিষধর সাপ বেরিয়ে সায়াদ এর গলায় দংশন করে। সাপের দংশনে শিক্ষার্থী সায়াদ চিৎকার করতে থাকলে মাদরাসার অন্যান্য শিক্ষার্থী ও মাদরাসার প্রধান শিক্ষক সাপটিকে ঘরের মধ্যে দেখতে পেয়ে দ্রুত পিটিয়ে মেরে ফেলে। পরে আহত সায়াদকে স্থানীয় কবিরাজের নিকট নিয়ে গিয়ে ঝাঁড় ফুক করতে থাকে। এসময় তার অবস্থা খারাপ হতে থাকলে রাতেই তাকে সাপাহার উপজেলা সদর হাসপাতালে নিয়ে এলে চিকিৎসারত অবস্থায় রাত ২টার দিকে তার মৃত্যু হয়।
মাদরাসার ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাওলানা আবদুর রাকিব ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটি ওই মাদরাসার মক্তব বিভাগে কয়েক দিন পূর্বে ভর্তি হয়ে লেখাপড়া শুরু করেছিল মাত্র। মাদরাসাটি পাকা হলেও ঘরের মেঝেগুলি রয়েছে মাটির। যেখানে সেখানে ফাটল ও গর্ত থাকায় আরো সাপ থাকতে পারে বলে স্থানীয়রা মনে করছেন, সে সাথে অবিলম্বে মাদরাসার প্রতিটি ঘরের মেঝেগুলো পাকাকরনের জন্য মাদরাসার কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানিয়েছেন তিনি।
You cannot copy content of this page