ভাই, আপনি নিজেই যখন বঞ্চিত—তখন অধিকার আদায়ের আন্দোলনে অন্যের খরচের দিকে তাকিয়ে থাকবেন কেন?
এইটা যদি সত্যিই আপনার লড়াই হয়, তাহলে গাড়ি-প্যাকেটের আশায় বসে থাকেন কিভাবে?
👉 আরেকজন যদি আপনার জন্য খরচ দেয়, বুঝে নেন—সেখানে গাবলা আছে।
সেই খরচের বিনিময়ে আপনার কণ্ঠস্বরকেও কিনে নেওয়া হতে পারে!
একটা কথা মনে রাখুন—
যে নিজের অধিকারের জন্য নিজেই দাঁড়ায় না, অন্যের কাঁধে ভর করে তার মুক্তি নেই।
৫ লাখেরও বেশি শিক্ষক-কর্মচারীর পরিবার হয়ে আমরা যদি প্যাকেটের অপেক্ষায় থাকি, তাহলে এই অপমান কখনো শেষ হবে না। বরং প্রজন্মের পর প্রজন্ম এই একই অবহেলার উত্তরাধিকার পাবে।
১৩ আগস্ট সামনে।
এটা কেবল একটি তারিখ নয়—এটা আমাদের বিবেকের মঞ্চ!
এইবার চুপ থাকলে, আপনার নীরবতাও অন্যায়ের পক্ষেই যাবে।
✅ এই লড়াই নিজের। খরচও হোক নিজের। গন্তব্যে পৌঁছানোর পথে ভরসা রাখুন নিজের উপরেই।
দায়বদ্ধতার শুরুটা হোক আপনার কাছ থেকেই।
তাই বলছি—আর নয় অপেক্ষা, আর নয় প্রশ্ন… এবার শুধু পথেই দেখা!
মো: তানজিম হোসাইন
আহ্বায়ক, বাংলাদেশ সম্মিলিত শিক্ষক সমাজ
You cannot copy content of this page