সাইফুল ইসলাম,জুড়ী প্রতিনিধি, মৌলভীবাজার:মৌলভীবাজার জেলার জুড়ীতে জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫ আগস্ট) উপজেলা সভাকক্ষে উপজেলা প্রশাসনের আয়োজনে জুলাই দিবস উদযাপন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার বাবলু সূত্রধর।
অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য দেন জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া, উপজেলা বিএনপির আহবায়ক ডাঃ মোস্তাকিম হোসেন বাবুল, উপজেলা জামায়াতের আমীর আব্দুল হাই হেলাল, ছাত্র সমন্বয়ক মোহাম্মদ আফজাল হোসাইন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সমরজিৎ সিংহ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি তাজুল ইসলাম তারা মিয়া, জায়ফরনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মাছুম রেজা, গোয়ালবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, পশ্চিম জুড়ী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সিরাজুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মাহমুদুল আলম খান প্রমুখ।
উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিজানুর রহমান, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার দিলীপময় দাশ চৌধুরী, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ আলমগীর হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল সুমিত সিংহ, উপজেলা সমাজসেবা আব্দুল্লাহ আল মাহমুদ চৌধুরী, উপজেলা আনসার বিডিবি কর্মকর্তা মোঃ আব্দুর রহমান, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা মৃদুল কান্তি দাস, জুড়ী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফসা হাবিবা, ফুলতলা বশির উল্লাহ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, জায়ফরনগর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহীন আহমেদ, ছাত্র সমন্বয়ক আমির হামজা, রিয়াদুল ইসলাম, মরিয়ম খাঁন, আকবর হোসেন প্রমুখ।
You cannot copy content of this page