এম. আরিফুজ্জামান, নিউজ ডেস্ক: দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে নতুন করে আরও প্রায় সাড়ে তিন শতাধিক শিক্ষকের সনদ জাল পেয়েছে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর (ডিআইএ)। সম্প্রতি এ সংক্রান্ত প্রতিবেদন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগসহ সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে। এর আগে সাড়ে ছয় শতাধিক শিক্ষকের সনদ জালের তথ্য পেয়েছিল ডিআইএ।
ডিআইএ এর একটি সূত্র জানিয়েছে, গত জানুয়ারি থেকে থেকে জুন পর্যন্ত ছয় মাসে দুই হাজার ৩৭টি প্রতিষ্ঠান পরিদর্শন করেছে সংস্থাটি। এসব শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনে নানা অনিয়ম খুঁজে পেয়েছে ডিআইএ। এর মধ্যে জাল সনদধারী শিক্ষক, প্রতিষ্ঠানের জমি দখলের মতো গুরুতর বিষয়ও রয়েছে। প্রতিবেদনে বেশকিছু সুপারিশও করেছে সংস্থাটি।
সংশ্লিষ্টরা বলছেন, জাল সনদধারীদের বিরুদ্ধে বিগত সময়ে কঠোর ব্যবস্থা নেওয়ায় অনিয়মের ঘটনা কমে আসছে। এই প্রতিবেদনগুলোতে যে সকল অনিয়ম ও দুর্নীতির চিত্র উঠে এসেছে, তা ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম প্রতিরোধে সহায়ক হবে।
জানতে চাইলে ডিআইএ পরিচালক প্রফেসর মো. সাইফুল ইসলাম বলেন, ‘গত ছয় মাসে আমাদের একাধিক টিম বিভিন্ন প্রতিষ্ঠান পরিদর্শন করেছে। পরিদর্শনের আলোকে কিছু অনিয়মের তথ্য-প্রমাণ পাওয়া গেছে। বিষয়গুলো সরকারকে অবহিত করা হয়েছে। সরকার এসব অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেবে।’
সাড়ে তিন শতাধিক জাল সনদধারীর তথ্য পাওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি আরও বলেন, ‘পূর্বে জাল সনদধারীর সংখ্যা অনেক বেশি ছিল। তবে বর্তমানে সেই সংখ্যা অনেক কমে এসেছে। সাম্প্রতিক পরিদর্শনে ৩০০ থেকে ৩৫০ জন শিক্ষকদের সনদে সমস্যা রয়েছে বলে পরিলক্ষিত হয়েছে। আমরা বিষয়টি প্রতিবেদনে উল্লেখ করেছি।’
উল্লেখ্য, গত ২০ জুলাই দেশের ২৭৩৭ শিক্ষাপ্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা প্রতিবেদনের তালিকা প্রকাশ করে পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর। তালিকা প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘গত ১ জানুয়ারি থেকে ৩০ জুন পর্যন্ত পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তর হতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে এবং কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে প্রেরিত মোট ২৭৩৭ টি শিক্ষা প্রতিষ্ঠানের পরিদর্শন ও নিরীক্ষা/তদন্ত প্রতিবেদনের তালিকা পরিদর্শন ও নিরীক্ষা অধিদপ্তরের ওয়েব সাইটের (www.dia.gov.bd) নোটিশ বোর্ডে প্রকাশ করা হয়েছে।
You cannot copy content of this page